বাংলাদেশি নারী ক্রিকেটারের দারুণ কীর্তি

Looks like you've blocked notifications!
বাংলাদেশি নারী ক্রিকেটার ফারজানা হক। ফাইল ছবি

নারী বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে অনবদ্য কীর্তি গড়েন বাংলাদেশের ফরজানা হক। ২২ বলে ৮ রানের সংক্ষিপ্ত ইনিংস খেলেন, তাতেই রেকর্ড গড়েন। বাংলাদেশের প্রথম নারী ব্যাটার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১০০০ রানের মাইলস্টোন টপকে যান।

ফরজানা হক এখন বাংলাদেশের সবচেয়ে বেশি ওয়ানডে রান করা নারী ক্রিকেটার। এই কীর্তি গড়তে তাঁর দরকার ছিল মাত্র ৫ রান।

৪৭ ম্যাচে ৪৬ ইনিংস ব্যাট করে ফরজানা সংগ্রহ করেছেন ১০০৩ রান। যাতে নয়টি হাফসেঞ্চুরি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৭১ রানের।

বাংলাদেশের হয়ে নারী ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন রুমনা আহমেদ। অস্ট্রলিয়ার বিরুদ্ধে এই ম্যাচে ১৫ রানের সংক্ষিপ্ত ইনিংস খেলেন তিনি। এখন তাঁর মোট সংগ্রহ ৪৮ ম্যাচের ৪৫ ইনিংসে ৯৪৮ রান। রুমনা পাঁচটি হাফসেঞ্চুরি করেছেন। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন অধিনায়ক নিগার সুলতানা। তিনি ২৯ ম্যাচের ২৬টি ইনিংসে ৪৯৭ রান সংগ্রহ করেছেন।