বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে তামিমের অনন্য রেকর্ড

Looks like you've blocked notifications!
তামিম ইকবাল। ছবি- সংগৃহীত

টি-টোয়েন্টি ক্রিকেটে অনন্য রেকর্ড গড়েছেন বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ছয় হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন দেশের অন্যতম  ওপেনার।

আজ বুধবার বেক্সিমকো ঢাকার বিপক্ষে ফরচুন বরিশালের হয়ে এই রেকর্ডে নাম লেখান তামিম। ম্যাচটিতে মাঠে নামার আগে ২১১ ইনিংসে তামিমের নামের পাশে ছিল পাঁচ হাজার ৯৭৩ রান। আজ নিজের ২১২তম টি-টোয়েন্টি ইনিংস খেলতে নেমে পা রাখেন ছয় হাজারের ক্লাবে।

শেষ পর্যন্ত ঢাকার বিপক্ষে ৩১ বলে ৩১ রান করেন দেশের অন্যতম ওপেনার। ইনিংসের ১২তম ওভারে রবিউল ইসলাম রবির বলে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন তিনি।

অবশ্য ম্যাচটিতে ভালো অবস্থায় নেই তামিমের বরিশাল। বেক্সিমকো ঢাকার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়েছে তামিম ইকবালের বরিশাল। মাত্র ২৮ রানের মধ্যে গুরুত্বপূর্ণ পাঁচ ব্যাটসম্যানকে হারিয়ে ফেলেছে বরিশাল। দ্রুত উইকেট হারিয়ে ধুঁকছে তামিমের দল।

চলমান টি-টোয়েন্টি টুর্নামেন্টেও স্বস্তিতে নেই তামিমের দল। অভিজ্ঞ তারকা থাকা সত্ত্বেও আশানুরূপ ফল পায়নি তারা। তিন ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে বরিশাল।