বাংলাদেশের বিপক্ষে নিজেদের দুর্বল ভাবছে না উইন্ডিজ

Looks like you've blocked notifications!
বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের লড়াই। ছবি : সংগৃহীত

ওয়ানডে অধিনায়ক কাইরন পোলার্ড নেই। আসেননি টেস্ট অধিনায়ক জেসন হোল্ডারও। দুই অধিনায়ক ছাড়াও জাতীয় দলের নিয়মিত তারকাদের ছাড়া বাংলাদেশ সফরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ দল। নতুনদের নিয়ে অনেকটা দ্বিতীয় সারির দল নিয়েই এসেছে অতিথিরা। তবুও নিজেদের দুর্বল ভাবছেন না উইন্ডিজ দলের ভারপ্রাপ্ত টেস্ট অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। বাংলাদেশের মাটিতে নিজেদের সামর্থ্যের জানান দিতে মুখিয়ে আছে সফরকারীরা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে করোনা বিরতি কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। কিন্তু করোনার উদ্বেগের কারণে নিয়মিত ১০ জন খেলোয়াড়কে ছাড়া সফরে এসেছে অতিথিরা। দুই অধিনায়ক ছাড়াও টেস্ট সহঅধিনায়ক রোস্টন চেজ, ড্যারেন ব্রাভো, শামারাহ ব্রুকস, শেল্ডন কটরেল, এভিন লুইস, শাই হোপ, নিকোলাস পুরান ও শিমরন হেটমায়াররা বাংলাদেশ সফর থেকে নাম সরিয়ে নিয়েছেন। এ ছাড়া ব্যক্তিগত কারণে আসেননি অলরাউন্ডার ফ্যাবিয়ান অ্যালেন ও উইকেটকিপার-ব্যাটসম্যান শেন ডউরিচ।

টেস্ট অধিনায়ক জেসন হোল্ডারের পরিবর্তে উইন্ডিজদের নেতৃত্ব দেবেন ব্র্যাথওয়েট। নতুন দায়িত্ব পাওয়া অধিনায়ক জানালেন, খেলার জন্য কতটা মুখিয়ে আছেন তাঁরা। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি মনে করি, এখানে ভালো একটি দল আছে আমাদের। আন্তর্জাতিক পর্যায়ে ভালো করার সামর্থ্য আছে এই দলের। এই দলটিকে আমি দুর্বল মনে করি না। তাদের সামর্থ্য আছে ভালো করার এবং আমি জানি তারা সুযোগটি নিতে মুখিয়ে আছে।’

ক্যারিবীয় অধিনায়ক আরো বলেন, ‘সাকিব ফিরেছে, সে অবশ্যই ওদের জন্য খুব গুরুত্বপূর্ণ একজন। রহিম (মুশফিক) খুব ভালো ক্রিকেটার। সত্যি বলতে, ওদের মূল ক্রিকেটারদের সবাই আছে এবং দেশে তারা ভালো খেলে। মাহমুদউল্লাহও আছে। ওরা ভালো দল। ভালো কিছু স্পিনার ও ব্যাটসম্যান ওদের আছে। আমাদের জন্য ব্যাপারটি হলো, ভালো পরিকল্পনা করা, মাঠে সেটি বাস্তবায়ন করা আর নিজেদের ওপর বিশ্বাস রাখা যেন মাঠে নেমে দায়িত্ব পালন করতে পারি।’

মূল লড়াইয়ে অভিজ্ঞতার চেয়ে জয়ের তাড়নাকে বেশি এগিয়ে রাখছেন ব্র্যাথওয়েট, ‘এখানে আসা ছেলেরা খুব ক্ষুধার্ত। সাফল্য পেতে যে কোনো কিছু করতে প্রস্তুত তারা। ব্যাটে-বলে ভালো কিছু করে দলকে জেতাতে চায় তারা। আমি দেখতে পাচ্ছি, ছেলেরা এই সুযোগ লুফে নেবে। মাঠে নামতে ওরা মুখিয়ে আছে। ক্রিকেট বিশ্বকে তারা দেখিয়ে দিতে চায়, ওয়েস্ট ইন্ডিজের হয়ে তারা ভালো করতে পারে।’