‘বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত হয়েছে’
আগামী ১৭ অক্টোবর থেকে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওমান পর্ব দিয়ে ওই দিনই বাংলাদেশের মিশন শুরু। বিশ্বকাপকে সামনে রেখে এরই মধ্যে স্কোয়াড ঠিক করে ফেলেছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে তেমনটাই আভাস দিয়েছেন এই ফরম্যাটের অধিনায়ক মাহমুদউল্লাহ।
ওমানে প্রথম রাউন্ডের উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ। প্রথম দিনে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। দ্বিতীয় রাউন্ড গড়াবে ২৩ অক্টোবর থেকে। দ্বিতীয় রাউন্ডে যেতে প্রথম রাউন্ড পার করতে হবে বাংলাদেশকে। এরই মধ্যে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া দল ঘোষণা করে দিয়েছে। আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে বাকি দলগুলোকেও আইসিসির কাছে দল পাঠাতে হবে। আগের মতোই ১৫ জন খেলোয়াড় ও ৮ জন অফিসিয়ালের নাম চেয়েছে আয়োজকরা। সেই অনুযায়ী, বাংলাদেশও দল প্রায় চূড়ান্ত করে ফেলেছে। সবকিছু ঠিক থাকলে কয়েকদিনের মধ্যেই ঘোষণা করা হবে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড।
নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ শুরুর আগে অধিনায়ক মাহমুদউল্লাহ বলেন, ‘বিশ্বকাপ দল পুরোপুরি ঠিক করা হয়েছে, অলসেট হয়ে গেছে। কোচ এবং আমার কথা হয়েছে। নির্বাচকরা আশা করি দলটা খুব তাড়াতাড়ি দিয়ে দেবেন। এটা হয়তো বা ভালো হতো; যদি সিরিজের আগে দলটা দিয়ে দেওয়া হতো। তাহলে ক্রিকেটাররা নির্ভার থাকতে পারতো। কিন্তু আমার মনে হয়, এটা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নেই। আমাদের কাজ ক্রিকেট খেলা। মাঠে আমরা নিজেদের কতটুকু মেলে ধরতে পারি এই জিনিষগুলো আমাদের ক্রিকেটার হিসেবে চিন্তা করা উচিত।’
আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সিরিজে বাংলাদেশ দলের স্কোয়াডে আছেন ১৯ ক্রিকেটার। কিন্তু বিশ্বকাপে সুযোগ পাবেন ১৫জন। এখন বর্তমান দল থেকে কাকে বাদ বা বাইরে থেকে কাউকে যুক্ত হবে কি না ওই ব্যাপারে জানতে চাইলে অধিনায়ক বলেন, ‘আমার আর কোচের মধ্যে এসব নিয়ে আলোচনা হয়েছে, নির্বাচকরাও উনাদের ভাবনা জানাবেন। শিগগিরই আপনারা জানতে পারবেন কী হচ্ছে। সিদ্ধান্ত ইতিমধ্যে নেওয়া হয়েছে।’
প্রথম পর্বের উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে ‘বি’ গ্রুপে পাপুয়া নিউ গিনির বিপক্ষে খেলবে স্বাগতিক ওমান। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ১৯ অক্টোবর, প্রতিপক্ষ ওমান। প্রথম পর্বে বাংলাদেশের তৃতীয় ও শেষ ম্যাচ ২১ অক্টোবর, ওমানের বিপক্ষে। প্রথম রাউন্ডের এই ম্যাচগুলো হবে ওমানের মাটিতে।
বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি হবে ১৪ নভেম্বর। তার আগে দুই গ্রুপের দুটি করে সেরা দল খেলবে দুটি সেমিফাইনালে। প্রথম সেমিফাইনাল ১০ নভেম্বর এবং দ্বিতীয় সেমিফাইনাল ১১ নভেম্বর। প্রথম সেমিতে লড়বে ‘এ’ গ্রুপের সেরা দল ও ‘বি’ গ্রুপের রানার্সআপ। আর দ্বিতীয় সেমিতে লড়বে ‘বি’ গ্রুপের সেরা দল ও ‘এ’ গ্রুপের রানার্সআপ। ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাতে।