বাংলাদেশের ব্যবস্থাপনায় সন্তুষ্ট ক্যারিবীয় প্রতিনিধিদল

Looks like you've blocked notifications!
ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিদল। ছবি : বিসিবি

আগামী জানুয়ারিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ওয়েস্ট ইন্ডিজের। সফরে আসার আগে করোনা পরিস্থিতিতে বাংলাদেশে খেলা কতটা উপযুক্ত, তা দেখতে পর্যবেক্ষকদল পাঠিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। গত কয়েকদিনে বাংলাদেশের ভেন্যু, হোটেল ও করোনা পরিস্থিতি নিয়ে ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেছে ক্যারিবীয় প্রতিনিধিদল। আশার খবর, করোনা পরিস্থিতিতে বাংলাদেশের ব্যবস্থাপনায় সন্তুষ্ট অতিথিরা। সবকিছু ঠিক থাকলে জানুয়ারির মাঝামাঝিতে বাংলাদেশ সফরে আসতে পারে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।

গত শনিবার বাংলাদেশে আসে ওয়েস্ট ইন্ডিজের দুই সদস্যের প্রতিনিধিদল। ডা. অক্ষয় মানসিং হলেন আইসিসি ও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের মেডিকেল দলের সদস্য। আরেকজন হলেন উইন্ডিজদের সিকিউরিটি ও  সেফটি ম্যানেজার পল স্লোয়ি।

গত সোমবার বিকেএসপি এবং রাজধানীর এভারকেয়ার হাসপাতাল পরিদর্শন করেছেন প্রতিনিধিরা। এরপর গতকাল মঙ্গলবার গেছেন চট্টগ্রাম পরিদর্শনে। সবশেষ আজ বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম পরিদর্শন করে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তাঁরা। সাংবাদিকদের জানান, সিরিজ নিয়ে নিজেদের আশার কথা।

অক্ষয় মানসিং বলেন, ‘এখানে এসেছি করোনা প্রতিরক্ষা প্রোটোকল পর্যবেক্ষণ করতে। আগামী জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরে আসার সম্ভাবনা রয়েছে। আমরা এখানে আসার আগে বেশ কিছু বৈঠক করেছি, বিসিবির প্রোটোকল সম্পর্কে শুনেছি, যা অত্যন্ত প্রশংসনীয়। বিসিবি আমাদের প্রোটোকলের বিষয়ে যে বর্ণনা দিয়েছে, তা অত্যন্ত গভীর চিন্তার পরিচয় দেয়। যেহেতু আমাদের আসার আগে তাদের তিনটি টুর্নামেন্ট হয়েছে, একটি হচ্ছে, তারা এখন অভ্যস্ত। ঢাকা ও চট্টগ্রামে আমরা যা দেখেছি, তা নিয়ে আমরা সন্তুষ্ট। এখানে সুযোগ-সুবিধা দারুণ, কোভিড প্রোটোকল অত্যন্ত স্পষ্ট। হাসপাতাল এবং হোটেলগুলো আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। স্বাস্থ্যগত দিক থেকে আমরা খুবই খুশি। এখন আমাদের পর্যবেক্ষণগুলো ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের বোর্ডের কাছে উপস্থাপন করতে হবে। কিন্তু আমরা খুবই আত্মবিশ্বাসী যে, আমরা যা দেখেছি, তা বিশ্বের যেকোনো জায়গার আয়োজনের চেয়ে কম নয়। এখন পর্যন্ত আমরা খুবই খুশি।’

সিরিজের সম্ভব্য সময় নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘কোয়ারেন্টিন ইস্যুর কারণে তারিখ এখনো নিশ্চিত নয়। কারণ করোনার জন্য, কমপক্ষে সাত দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। আমাদের থেকে যেন বাংলাদেশে ভাইরাস না ছড়ায় সেটা নিশ্চিত করতে হবে। প্রথম তিন দিন সেলফ কোয়ারেন্টিন হবে। এরপর বাধ্যতামুলূক তিনটি টেস্টের রিপোর্ট নেগেটিভ হতে হবে। তাই নির্দিষ্ট করে তারিখ এখনো বলা যাচ্ছে না।’

পল স্লোয়ি বলেন, ‘আমার কাজ ছিল, সিরিজটির নিরাপত্তার বিষয়টি পর্যবেক্ষণ করা। আমি যা দেখেছি, সেখানে আমাদের কাছে উপস্থাপন করা নিরাপত্তা পরিকল্পনা এবং প্রোটোকলগুলো খুবই সন্তোষজনক। আমি পুরো আয়োজনের ওপর অত্যন্ত খুশি।’

সবশেষে সিরিজের সম্ভাবনা নিয়ে বিসিবির মিডিয়া কমেটির চেয়ারম্যান জালা ইউনুস বলেন, ‘আমি যতটুকু বলতে পারি, তাঁরা বেশ সন্তুষ্ট আমাদের ব্যবস্থাপনায়। তাঁরা হাসপাতাল ও ভেন্যু সবকিছু দেখেছেন। হোটেল দেখেছেন, থাকার ব্যবস্থা কেমন হবে, নিরাপত্তা কেমন হবে। উনারা বেশ সন্তুষ্ট। এখন আসার ব্যাপার যেটা আছে, সেই অনুমতি দেবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। সবকিছু ঠিক হলে তারা জানুয়ারির মাঝের দিকে আসবে।’