বাংলাদেশের লক্ষ্য হোয়াইটওয়াশ, ওয়েস্ট ইন্ডিজের আশা হারের ধারা ভাঙা

Looks like you've blocked notifications!
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ। ছবি : সংগৃহীত

ওয়ানডে সিরিজে বাংলাদেশ এখন অপ্রতিরোধ্য। ২-০ ব্যবধানে লিড নিয়ে সিরিজ জিতে নিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের জন্য তৃতীয় ওয়ানডে দশ ম্যাচ হারের ধারা ভাঙার সুযোগ।

প্রথম দুই ম্যাচে তামিম টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠান। তাদের বোলাররা প্রথম ২০ ওভারে প্রচুর ডট বল করে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করে। এটি ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের বড় শট খেলতে বাধ্য করে। তাই উইকেট হারাতেও বাধ্য হয়েছিল তারা।  

বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ১০৮ রানে গুটিয়ে দেয়। মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ আক্রমণের নেতৃত্ব দেন। শরিফুল ইসলাম প্রথম ম্যাচে চার উইকেট নেন। মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ ভালো সাপোর্ট দিয়েছেন।

বাংলাদেশের ব্যাটিংয়ে প্রথম দুই ম্যাচেই তামিম ভালো সূচনা এনে দেন। তবে এবার প্রথমে ব্যাট করার চ্যালেঞ্জটি নিতে হবে তাদের।

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে গিয়ে দুবারই বাজে ব্যাট করেছে। অধিনায়ক পুরনও লড়াই করেছেন। ওয়েস্ট ইন্ডিজ এ বছর ১৪টি ওয়ানডের ১০টি হেরেছে, তারা ২০১৮ সালের পর থেকে এই ফরম্যাটে বাংলাদেশকে হারাতে পারেনি।