বাংলাদেশের শ্রীলঙ্কা সফর চূড়ান্ত
দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য শ্রীলঙ্কায় বাংলাদেশের সফর চূড়ান্ত হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ শুক্রবার এই সফরসূচি ঘোষণা করেছে।
চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই টেস্ট সিরিজ। তবে এই সিরিজে জয়ী কোনো দলই ফাইনালে যাবে না। এরই মধ্যেই ভারত ও নিউজিল্যান্ড ফাইনালে উঠেছে এবং আগামী ১৮ থেকে ২২ জুলাই সাউদাম্পটনে ফাইনাল অনুষ্ঠিত হবে।
শ্রীলঙ্কা ও বাংলাদেশে মধ্যকার দুটি টেস্ট ম্যাচই পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রথম টেস্ট ম্যাচটি ২১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল এবং দ্বিতীয় ম্যাচটি ২৯ এপ্রিল থেকে ৩ মে অনুষ্ঠিত হবে।
সিরিজের আগে বাংলাদেশ আন্তস্কোয়াড ম্যাচে অংশ নেবে।
গত বছরের সেপ্টেম্বরে এই সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে করোনা মহামারি ও লঙ্কায় কোয়ারেন্টাইনের কঠিন শর্তের কারণে সিরিজ স্থগিত করা হয়।
বাংলাদেশ ক্রিকেট দল তিন ম্যাচের ওয়ানডে এবং সমান সংখ্যক টি২০ ম্যাচ খেলতে বর্তমানে নিউজিল্যান্ডে অবস্থান করছে। ২০, ২৩ ও ২৬ মার্চ ওয়ানডে ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে। অন্যদিকে ২৮ ও ৩০ মার্চ এবং ১ এপ্রিল টি২০ ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে।