বাংলাদেশের সাবেক কোচ নাভিদ আলম আর নেই
বাংলাদেশ জাতীয় হকি দলের সাবেক পাকিস্তানি কোচ নাভিদ আলম আর নেই। আজ মঙ্গলবার লাহোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর।
২০১৩ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত এশিয়া কাপে বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছিলেন পাকিস্তানের কিংবদন্তি এই হকি খেলোয়াড়। তিনি পাকিস্তান অলিম্পিক দল এবং ১৯৯৪ সালে বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন।
পাকিস্তানের সংবদমাধ্যম ডনের খবরে জানা গেছে, অনেক দিন ধরে ব্লাড ক্যানসারে ভুগছিলেন নাভিদ। গতকাল সোমবার লাহোরে কেমোথেরাপি নিচ্ছিলেন, এর পর অবস্থার অবনতি হলে তাঁকে তাত্ক্ষণিকভাবে একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে তিনি মারা যান।
চার দিন আগে পাকিস্তান হকি ফেডারেশনের (পিএইচএফ) সাবেক সাধারণ সম্পাদক কর্নেল (অব.) মুদাসসর আসগর সরকার এবং ফেডারেশনের কাছে নাভিদের জন্য সাহায্যের অনুরোধ করেছিলেন। অবশ্য এরই মধ্যে তিনি মারা যান।
পাকিস্তানের ক্রিকেট বোর্ডও নাভিদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে।
নাভিদ ২০০৮ সালে বেইজিং অলিম্পিক গেমসে পাকিস্তানের হকি দলের ম্যানেজার ছিলেন। সেবার অলিম্পিকে পাকিস্তান অষ্টম হয়েছিল। পাকিস্তান হকি ফেডারেশন (পিএইচএফ) ২০০১ সালে নাভিদকে পরিচালক হিসাবে নিয়োগ দিয়েছিল।