বাংলাদেশ দলের নতুন ব্যাটিং পরামর্শক ম্যাকমিলান
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/08/25/118154192_698195507704243_1803125680131160223_n.jpg)
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন ব্যাটিং পরামর্শক ক্রেইগ ম্যাকমিলান। ছবি : সংগৃহীত
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য একজন ব্যাটিং পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে। নিউজিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান ক্রেইগ ম্যাকমিলানকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।
আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ক্যারিয়ারে আট হাজারেরও বেশি রান করেছেন ম্যাকমিলান। অবসর নেওয়ার পর ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত নিউজিল্যান্ডের ব্যাটিং ও ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
এ ছাড়া ক্যান্টারবুরি, মিডেলসেক্স এবং আইপিএলের দল কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে কোচিংয়ের অভিজ্ঞতাও রয়েছে ম্যাকমিলানের।
অক্টোবর-নভেম্বরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ দল শ্রীলঙ্কা সফরে যাবে। শ্রীলঙ্কায় টাইগারদের ক্যাম্পে যোগ দেবেন ম্যাকমিলান।