বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হিসেবে সিডন্সের নাম আলোচনায়

Looks like you've blocked notifications!
বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হতে পারেন জেমি সিডন্স। ছবি : সংগৃহীত

বেশ কিছুদিন আগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব সামলেছেন জেমি সিডন্স। অস্ট্রেলীয় এই কোচ ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ দলের কোচ ছিলেন। আবার বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হতে পারেন বলে আলোচনায় আসছে সিডন্সের নাম।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের বড় সমস্যা ব্যাটিং। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পাকিস্তান সিরিজে খেলোয়াড়দের ব্যাটিং ব্যর্থতা চোখে পড়ার মতো। তাই ব্যাটিং কোচ হিসেবে জেমি সিডন্সসহ বেশ কয়েকজনের নাম আলোচনায় আসে। এর বাইরে ভারতের সাবেক ওপেনার ওকেরি রমন ও ইংল্যান্ডের জেমস ফস্টারের নাম রয়েছে এই তালিকায়।

বিসিবি সূত্রে জানা গেছে, সবচেয়ে বেশি এগিয়ে আছেন জেমি সিডন্স। সবকিছু ঠিক থাকলে আগামী বছর ফেব্রুয়ারতে বাংলাদেশ দলের দায়িত্ব নিতে পারেন এই অস্ট্রেলীয় কোচ।  

অবশ্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই গুঞ্জন শোনা গিয়েছিল সিডন্সকে ব্যাটিং কোচ করবে বিসিবি। সিডন্স নাকি সেই সময় রাজি ছিলেন না।

সিডন্স অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির জনপ্রিয় ক্রিকেটের ছিলেন। দেশের হয়ে মাত্র একটি ওয়ানডে খেলেছিলেন ১৯৮৮ সালে পাকিস্তানের বিরুদ্ধে।