বাটলারের বিশ্বকাপ জার্সি ৬৮ লাখ টাকায় বিক্রি

Looks like you've blocked notifications!

করোনাভাইরাস দিন দিন যেন ভয়ংকর হয়ে উঠছে। যুক্তরাষ্ট্র, ইতালি, ফ্রান্সের সঙ্গে ইংল্যান্ডেও চলছে এই ভাইরাসের দাপট। এমন দুঃসময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন দেশটির তারকা ক্রিকেটার জস বাটলার। আক্রান্তদের চিকিৎসা সাহায্যার্থে নিজের বিশ্বকাপের জার্সি নিলামে তুলেছেন এই বিশ্বকাপ জয়ী তারকা।

নিলামে ৬৫ হাজার ১০০ পাউন্ডে বিক্রি হয়েছে বাটলারের বিশ্বকাপ জার্সি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমান প্রায় ৬৮ লাখ ২১ হাজার টাকা।

লন্ডনে রয়্যাল ব্রম্পটন ও হারেফিল্ড হাসপাতালকে আর্থিক সহায়তার জন্য এই উদ্যোগ নিয়েছিলেন বাটলার। গত ৩১ মার্চ অনলাইন জার্সিটি নিলামে তোলেন তিনি। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত অনলাইনে তোলা জার্সিটির নিলাম চলেছে। অবশেষে ৬৫ হাজার ১০০ পাউন্ডে বিক্রি হয় বিশ্বকাপের জার্সিটি।

এই জার্সি পরেই দেশের হয়ে বিশ্বকাপের ফাইনাল খেলেছেন বাটলার। যে ম্যাচে দারুণ অবদান ছিল তাঁর। বিশেষ করে ব্যাট হাতে ৫৯ রান আর উইকেটের পেছনে দারুণ কিপিং। এছাড়া শেষ বলে মার্টিন গাপটিলকে রানআউট করতে ভূমিকা রাখেন তিনি। শিরোপা জয়ের পর স্মরণীয় জার্সিতে সতীর্থদের সবার অটোগ্রাফ নিয়ে রেখেছিলেন তিনি। মানবতার কাজে সেই জার্সিটিই বিক্রি করে দিলেন বিশ্বকাপ জয়ী এই ইংলিশ তারকা।

এ ব্যাপার এক ভিডিও বার্তায় বাটলার বলেন,  ‘এটি খুবই প্রিয় একটি শার্ট আমার জন্য। তবে ভীষণ প্রয়োজনীয় একটি কাজে লাগায় এটি আরও অর্থবহ হয়ে উঠেছে।’

এদিকে সারা বিশ্বে দিন দিন বাড়ছে করোনাভাইরাসের দাপট। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৩৪ হাজার। মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ৮২ হাজার। এই মহামরির ধাক্কা কাটিয়ে ঠিক কবে খেলা মাঠে গড়ায় সেটিই এখন দেখার।