বানরের বাঁদরামির শিকার অস্ট্রেলীয় তরুণ ক্রিকেটার!

Looks like you've blocked notifications!

দক্ষিণ আফ্রিকায় যুব বিশ্বকাপ চলছে। এই আসরের অস্ট্রেলিয়া দলের হয়ে খেলতে গিয়েছিলেন জেক ফ্রেসার ম্যাকগার্ক। কিম্বার্লিতে দলের সতীর্থদের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন তিনি। সেখানেই একটি বানরের বাঁদরামির শিকার হন তিনি। তাঁর গালে আঁচড়ে দেয় বানর।

কীভাবে বানরের পাল্লায় পড়লেন, বিস্তারিত জানাতে গিয়ে ফ্রেসার বলেন, ‘বানরের খাঁচার খুব কাছে চলে গিয়েছিলাম আমি। একটি বানর খামচি দেয় আমার মুখে। বানরের নখের আঁচড়ে গাল ছিলে যায়। আমার যত্ন নেওয়ার জন্য দলের সতীর্থ থেকে সাপোর্ট স্টাফ এবং ক্রিকেট অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানাতে চাই।’

এর জন্য দেশে ফিরতে হচ্ছে ফ্রেসারকে। এমন খবর পাওয়ার পর তিনি হতাশায় ভেঙে পড়েন, ‘টুর্নামেন্ট চলাকালীন কেউ এভাবে দলকে ছেড়ে যেতে চায় না। তবে আমি আশাবাদী শেষ দুই ম্যাচে দল পুরো কাজ সম্পন্ন করেই দেশে ফিরবে।’

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে রানের খাতা না খুলেই আউট হয়ে গিয়েছিলেন জেক ফ্রেসার। সেই ম্যাচের ভারতের কাছে অস্ট্রেলিয়াকে শোচনীয়ভাবে হারতে হয়েছিল। ২৩৪ রান তাড়া করতে নেমে ১৫৯ রানে অলআউট হয়ে যায় অসিরা। তাদের একমাত্র জয় নাইজেরিয়া যুব দলের বিরুদ্ধে কিম্বার্লিতেই।

পঞ্চম প্লে অফের সেমিফাইনালে অস্ট্রেলিয়া আপাতত মুখোমুখি হবে পাকিস্তান-আফগানিস্তান ম্যাচের হেরে যাওয়া দলের বিপক্ষে।