বাবা হারালেন ভারতীয় পেসার
ভারতীয় ক্রিকেট দল এখন অস্ট্রেলিয়া সফরে। এই সফরে দলের সঙ্গে রয়েছেন তরুণ পেসার মোহাম্মদ সিরাজ। অস্ট্রেলিয়ায় থেকেই বাবা হারানোর খবর পেয়েছেন সিরাজ। গতকাল শুক্রবার ৫৩ বছর বয়সে মারা গেছেন সিরাজের বাবা মোহাম্মদ গাউস।
ইএসপিএনক্রিকইনফোর খবরে জানা গেছে, মোহাম্মদ গাউস দীর্ঘদিন ধরে ফুসফুসের রোগে ভুগছিলেন। কোয়ারেন্টিন থাকার কারণে বাবার মৃত্যুর খবর পেয়েও দেশে যেতে পারছেন না সিরাজ।
সিডনিতে গতকাল শুক্রবার অনুশীলনের পর বাবার মৃত্যুর খবর সিরাজকে জানান ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রী ও অধিনায়ক বিরাট কোহলি। অস্ট্রেলিয়ায় কোয়ারেন্টিনে রয়েছে ভারত দল। কোয়ারেন্টিন থেকে বেরিয়ে দেশে ফিরে আবার অস্ট্রেলিয়া ফেরা তাঁর জন্য কঠিন। তাই বাবকে শেষবার দেখতে পারছেন না সিরাজ।
এ ব্যাপারে সিরাজ বলেন, ‘বাবার ইচ্ছা ছিল তাঁর ছেলে যেন দেশের জন্য কিছু করে। অবশ্যই আমি তা করার চেষ্টা করব। বাবার মৃত্যুর খবর আমার কাছে বড় ধাক্কা। জীবনের সবচেয়ে বড় সাপোর্ট হারালাম। দেশের হয়ে আমি খেলি, এই স্বপ্ন দেখতেন বাবা। আমি খুশি যে বাবার স্বপ্ন সফল করে তাঁকে খুশি করতে পেরেছি।’
তরুণ এই পেসার আরো বলেন, ‘কোচ ও ক্যাপ্টেন আমাকে এই খবর জানিয়েছেন, তারা আমাকে শক্ত হতে বলেছেন।’
অটোরিকশা চালক হিসেবে রোজগার করে সামান্য অর্থ দিয়ে ছেলেকে ক্রিকেটার হিসেব গড়ে তোলেন মোহাম্মদ গাউস। তাঁর মৃত্যু সিরাজের জন্য বিরাট শূন্যতা তৈরি করবে বলে মনে করেন আত্মীয়-বন্ধুরা।
আইপিএলে সিরাজের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টুইট করে সমবেদনা জানিয়েছে। তারা লিখেছে, ‘এই কঠিন সময়ে আমরা সবাই তোমার সঙ্গে আছি। শক্তি থাকো।’