বার্নাব্যুতে চ্যাম্পিয়নদের ঘিরে ভক্তদের উল্লাস

Looks like you've blocked notifications!
ছবিতে রিয়াল মাদ্রিদের শিরোপা উৎসব। ছবি : রিয়াল মাদ্রিদ ওয়েবসাইট

রিয়াল মাদ্রিদের ইউরোপীয় শ্রেষ্ঠত্ব অর্জনের একদিন পার হয়ে গেছে। গত শনিবার দিবাগত রাতে লিভারপুলকে হারিয়ে প্যারিসে চ্যাম্পিয়নস লিগ জয়ের মুকুট পরেছে রিয়াল।

প্যারিসে জয়ের রাতেই উৎসবে মেতেছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু ঘরের মাঠে উৎসব যে বাকি ছিল! সেটাই এবার হয়ে গেল। প্যারিস ছেড়ে ট্রফি নিয়ে মাদ্রিদে আসতেই চ্যাম্পিয়নদের বরণ করে নিল ভক্তরা।

চ্যাম্পিয়নদের ফেরা নিয়ে পুরো শহর জুড়ে উৎসবের আমেজ। মাদ্রিদের সিবেলেস স্কয়ার সেজে উঠেছে সাদা রঙে। চারদিকেই উড়ছে কনফেট্টি। খোলা বাসে করে ট্রফি নিয়ে শহরে প্রবেশ করেন করিম বেনজেমারা। একেবারে বীরের বেশে পা রাখেন মাদ্রিদে।

পুরো রাস্তায় উল্লাসের পর সান্তিয়াগো বার্নাব্যু জুড়েও বইল আনন্দের বন্যা। সমার্থকদের সামনেই নিজেদের ১৪তম চ্যাম্পিয়নস লিগ নিয়ে উৎসবে মেতেছেন মার্সেলো-মদ্রিচ-ভিনিয়ুসরা।

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে গতকাল দিবাগত রাতে লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে ইউরোপসেরার মুকুট জিতেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া গোলটি দ্বিতীয়ার্ধে করেছেন রিয়ালের ব্রাজিল তারকা ভিনিসিয়ুস।

এই প্রতিযোগিতায় আগে থেকেই রেকর্ড শিরোপা জয়ী দল রিয়াল মাদ্রিদ। আগের ১৬ বারের ফাইনালে ১৩বারই শিরোপা জিতেছিল তারা। নিজেদের ১৭তম ফাইনালে সেই সংখ্যাটাকে ১৪তে নিয়ে গেল স্প্যানিশ ক্লাবটি।

অন্যদিকে ২০১৮ সালের ফাইনালেও রিয়ালের বিপক্ষে একই হতাশার সঙ্গী হয়েছিল লিভারপুল। ওই ফাইনালে লিভারপুলকে ৩-১ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছিল রিয়াল। এবারও তাই হলো। প্রিমিয়ার লিগের দলটিকে হতাশায় ডুবিয়ে ইউরোপসেরার মুকুট পরল কার্লো আনচেলত্তির দল।