‘বার্সার আয়ের এক-তৃতীয়াংশের উৎস মেসি’
সম্প্রতি বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির চুক্তির নথিপত্রের খবর প্রকাশ করে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম এল মুন্দো। এতে বলা হয়েছে, সবশেষ ২০১৭ সালে বার্সার সঙ্গে চুক্তি করেছেন মেসি। এই সময়ে তাঁর পেছনে সব মিলিয়ে ৫৫ কোটি ৫০ লাখ ইউরো খরচ করে বার্সেলোনা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় পাঁচ হাজার ৭০০ কোটি টাকা।
এল মুন্দোর প্রকাশিত খবরের সঙ্গে ক্লাবের কোনো সম্পৃক্ততা নেই বলে পরে বিবৃতি দিয়েছে বার্সেলোনা। তবে এই বিশাল অঙ্কের চুক্তি থাকলেও এ নিয়ে কোনো সমস্যা দেখছেন না বার্সেলোনার সাবেক প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা। কারণ তিনি মনে করেন, বার্সেলোনার আর্থিক ক্ষতির জন্য কোনোভাবেই মেসি দায়ী নন বরং ক্লাবটির আয়ের এক-তৃতীয়াংশের উৎসই হলেন আর্জেন্টাইন তারকা।
কাতালান রেডিও আরএসিওয়ানকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন লাপোর্তা। তিনি বলেন, ‘তাঁর (মেসির) সমর্থনে তাঁকে একটা বার্তা দিয়েছি। তাঁকে বলেছি, খবরে নজর না দিতে; কারণ বার্সেলোনার সমর্থকরা চায় সে যেন এখানেই খেলা চালিয়ে যায়।’
এরপর লাপোর্তা বলেন, ‘এমন খবর কষ্ট দেয়। কারণ এটা বার্সেলোনার ক্ষতি করে। কেউ দায়িত্বে না থাকলে এই ব্যাপারগুলো ঘটে। দলের বর্তমান অবস্থা মেসির চুক্তির কারণে নয়। তার পেছনে যে খরচ এর চেয়ে বেশি আয়ে সে সহায়তা করে। অর্থনৈতিক দলের একটি গবেষণা বলছে, বার্সার আয়ের এক- তৃতীয়াংশের উৎস মেসি। মেসির সঙ্গে কেবল খেলার বিষয়গুলো নয়, আবেগজনিত বিষয়ও জড়িত। সে আমাদের জন্য যা করেছে তা অর্থ দিয়ে মূল্যায়ন সম্ভব নয়।’
এরপর উদাহরণ টেনে লাপোর্তা বলেন, ‘বার্সেলোনার বিক্রি হওয়া ১০টি শার্টের আটটিই মেসির এবং বিশ্বের আগ্রহ তাঁকে ঘিরেই।’
এর আগে গোল ডটকমের প্রতিবেদনে বলা হয়, মেসির প্রতি সমর্থন জানিয়ে বার্সা তাদের বিবৃতিতে জানিয়েছে, এল মুন্দোর প্রকাশিত খবরের সঙ্গে ক্লাবের কোনো সম্পৃক্ততা নেই। একই সঙ্গে এই খবর প্রকাশের কারণে যদি ক্ষতি হয় তাহলে সংবাদমাধ্যমটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে কাতালান ক্লাবটি।
বিবৃতিতে বার্সেলোনা লিখেছে, ‘এফসি বার্সেলোনা লিওনেল মেসির নথিপত্রের সংবাদ প্রকাশের জন্য আফসোস করছে। বার্সেলোনা নথি প্রকাশের বিষয়ে যেকোনো ধরনের দায়বদ্ধতাকে স্পষ্টভাবে অস্বীকার করছে। এই খবর প্রকাশের ফলে যদি ক্ষতি হয়, তার জন্য এল মুন্দো পত্রিকাটির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
গত শনিবার রাতে বার্সার সঙ্গে মেসির চুক্তির নথিপত্র হাতে পেয়েছে বলে জানায় এল মুন্দো। পরে জানানো হয়, মেসির পেছনে বার্সার খচর প্রায় ৫৫ কোটি ৫২ লাখ ইউরো। ইতিহাসে আর কোনো খেলোয়াড়ের সঙ্গে এত বিশাল অঙ্কের চুক্তি হয়নি বলেও দাবি করে পত্রিকাটি।