বার্সা তারকার কাছে ক্ষমা চাইলেন সাংবাদিক
চ্যাম্পিয়নস লিগে ফেরেন্সভারোসের বিপক্ষে জয়ের ম্যাচে দারুণ অবদান রেখেছিলেন আনসু ফাতি। ওই ম্যাচের রিপোর্টে আনসু ফাতিকে প্রশংসা করতে গিয়ে ‘রাস্তার কালো হকার’-এর সঙ্গে তুলনা করেন এক স্প্যানিশ সাংবাদিক। এমন ঘটনার জন্য বার্সেলোনা তারকার কাছে ক্ষমা চাইলেন ওই সাংবাদিক।
স্প্যানিশ পত্রিকা এবিসির ম্যাচ রিপোর্টে ফাতিকে উল্লেখ করে সাংবাদিক লিখেছেন, ‘রাস্তার কালো হকার ও পুলিশ যখন হাজির হয়, তখন আপনি তাঁকে দৌড়াতে দেখবেন।’
ওই লেখা প্রকাশ হওয়ার পর বার্সা তারকার পাশে দাঁড়িয়েছেন তাঁর ক্লাব সতীর্থ আন্তোনিও গ্রিজম্যান। টুইটারে বর্ণবাদী আচরণের প্রতিবাদে ফরাসি তারকা লিখেছেন, “আনসু একজন ব্যতিক্রমী ছেলে, যে অন্য মানুষের মতোই সম্মানের দাবি রাখে। বর্ণবাদকে ‘না’, অভদ্রতাকে ‘না’।”
পরে অবশ্য ক্ষমা চেয়েছেন ওই সাংবাদিক। একই পত্রিকায় গতকাল বৃহস্পতিবার ক্ষমা চেয়েছেন ওই সাংবাদিক, ফাতির সুন্দর খেলার প্রশংসা করতে চেয়েছিলেন তিনি। কিন্তু ভুল বোঝাবুঝির জন্য ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করেন তিনি।