বার্সা শিবিরে করোনার হানা

Looks like you've blocked notifications!
বার্সা শিবিরে করোনার প্রভাব। ছবি : সংগৃহীত

নভেল করোনাভাইরাস হানা দিয়েছে বার্সেলোনা শিবিরেও। কাতালান ক্লাবটির দুজন সাপোর্ট স্টাফের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার কারণে আজ মঙ্গলবার মেসি-গ্রিজম্যানদের অনুশীলন বন্ধ রেখেছে স্পেনের অন্যতম সফল দলটি। 

আগামীকাল বুধবার রাতে অ্যাথলেটিকো বিলবাওয়ের মুখোমুখি হবে বার্সেলোনা। তার আগে বড় ধাক্কা খেল কাতালান ক্লাবটি। নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে দুজন সাপোর্ট স্টাফের করোনা হওয়ার খবরটি নিশ্চিত করেছে বার্সা।  

গতকাল সোমবার পিসিআর টেস্টে দলের দুজন স্টাফের করোনা ধরা পড়ে। এরপর আজ প্রথম সারির দলের সবার করোনা টেস্ট করানোর কথা।

ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়, দুজনের করোনা শনাক্তের ব্যাপারটি ক্রীড়া ও স্বাস্থ্য কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মঙ্গলবার লা লিগার নিয়ম মেনে সবার পরীক্ষা করা হবে। আপাতত অনুশীলন বন্ধ রাখা হয়েছে। অনুশীলনের নতুন সময় ও বিলবাওয়ের মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনের বিষয়ে জানিয়ে দেওয়া হবে। 

চলতি লিগে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না বার্সেলোনার। ১৬ ম্যাচ খেলে এখন পর্যন্ত মাত্র আটটিতে জিতেছে ক্লাবটি, ড্র করেছে চারটিতে, বাকি চারটিতে হার। সবমিলিয়ে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে আছে রোনাল্ড কোম্যানের দল। ৩৮ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ। ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।