বিখ্যাত ফুটবল এজেন্ট মিনো রাইওলা আর নেই

Looks like you've blocked notifications!
ইব্রাহিমোভিচের সঙ্গে মিনো রাইওলা। ছবি : সংগৃহীত

পৃথিবীর মায়া কাটিয়ে ওপারে পাড়ি দিয়েছেন জ্লাতান ইব্রাহিমোভিচ, আর্লিং হলান্ড ও পল পগবাদের এজেন্ট মিনো রাইওলা। হাই-প্রোফাইল এই এজেন্টের বয়স হয়েছিল ৫৪ বছর।

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মারা যান রাইওলা। তাঁর পরিবারের পক্ষ থেকে খবরটি নিশ্চিত করা হয়েছে। খবর আল জাজিরার।

মৃত্যুর আগে রাইওলা কোন অসুস্থতায় ভুগছিলেন তা জানায়নি তাঁর পরিবার। তিনি মিলানের সান রাফায়েল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ইতালিতে জন্ম নেওয়া রাইওলা বেড়ে ওঠেন নেদারল্যান্ডসে। এরপর ধীরে ধীরে হয়ে ওঠেন বিশ্ব ফুটবলের শক্তিশালী এজেন্টদের একজন। দলবদলের বাজারের চিত্র তিনি পাল্টে দিয়েছিলেন। সময়ের সেরা ফরেরায়ার্ডদের একজন বরুশিয়া ডর্টমুন্ডের আর্লিং হলান্ডেরও প্রতিনিধি ছিলেন তিনি। জিয়ানলুইজি দোনারুমা, মার্কো ভেরাত্তি ও মারিও বালোতেল্লিকে প্রতিনিধিত্ব করেছিলেন। 

পাশাপাশি ফুটবল ফোরামের সভাপতি ছিলেন রাইওলা, যে সংস্থাটি শীর্ষ এজেন্ট এবং তাদের খেলোয়াড়দের প্রতিনিধিত্ব করে।