বিজয় দিবস উপলক্ষে মালয়েশিয়ায় এনটিভির ফুটসাল টুর্নামেন্ট

Looks like you've blocked notifications!
সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত

জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি দর্শক ফোরাম মালয়েশিয়ার আয়োজনে ‘এনটিভি ফুটসাল টুর্নামেন্ট-২০২১’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৯ ডিসেম্বর রোববার দিনব্যাপী এ টুর্নামেন্টে অংশ নেবে মালয়েশিয়ার বিভিন্ন প্রান্তের ২২টি দল। কুয়ালালামপুরের সেতাপাকের কেএসএল ইনডোর স্টেডিয়ামে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

শনিবার রাজধানী কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা দেন এনটিভির মালয়েশিয়া প্রতিনিধি কায়সার হামিদ হান্নান। এ সময় টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক মো. জুবায়ের বিভিন্ন দলের খেলোয়াড়দের প্রশ্নের উত্তর দেন।

সংবাদ সম্মেলনে কায়সার হামিদ হান্নান বলেন, ‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, বিনোদনের জন্য এনটিভি প্রবাসীদের কাছে আস্থা ও ভালোবাসা অর্জন করতে পেরেছে। আর, খেলাধুলার মাধ্যমে বিশ্বের দরবারে বাংলাদেশের যথেষ্ট সুনাম রয়েছে। এনটিভি এ বিজয় দিবসে ফুটসালের আয়োজন করতে পেরে ভালো লাগছে। আশা করি মালয়েশিয়া প্রবাসীরা খেলাটি অত্যন্ত আনন্দের সঙ্গে টুর্নামেন্টটি উপভোগ করতে পারবে।’

সংবাদ সম্মেলনে স্পন্সর প্রতিষ্ঠান পিএসএসবি গ্রুপের প্রতিষ্ঠান মামার বাড়ী রেস্টুরেন্টের পরিচালক মো. সাইফুল ইসলাম, ইউটিএস মাজু কনস্ট্রেশন এইচডিএন বিএইচডিএন পরিচালক মো. অলি উল্লাহ, টিম ইলেভেন কক কক্সবাজারের পরিচালক ইমতিয়াজ আবির, জেটিজি এন্টার প্রাইজের পরিচালক মো. রাসেল, বেস্ট ইন্টারন্যাশনাল ট্রেডিং এইচডিএন বিএইচডিএন পরিচালক মো. আল আমিন হোসাইন, মাই টপ স্ট্রিম-এর পরিচালক মো. আলামিন মিয়া উপস্থিত ছিলেন। পরে প্রত্যেক দলের খেলোয়াড়ের মধ্যে এনটিভির জার্সি বিতরণ করা হয়।