বিপিএলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Looks like you've blocked notifications!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিশেষ সংস্করণ ‘বঙ্গবন্ধু বিপিএল’ উদ্বোধন করেছেন।

প্রধানমন্ত্রী সন্ধ্যায় শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী বিপিএলের সপ্তম সংস্করণের উদ্বোধন করার পর পরই বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠানে একটি আতশবাজি প্রদর্শনী ছিল। শেখ হাসিনা বঙ্গব্ন্ধু বিপিএলের সফলতা কামনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বলিউড সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফ।

ভারতের শিল্পী সনু নিগম ও কৈলাশ খেরের পারফরম্যান্সের পর মঞ্চ মাতাবেন সালমান ও ক্যাটরিনা।

এর আগে ৫টায় স্থানীয় শিল্পীদের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। যেখানে রকস্টার জেমস পারফর্ম করেন।

আগামী ১১ ডিসেম্বর মিরপুরে উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স মুখোমুখি হবে সিলেট থান্ডারের।

মোট সাতটি দলের অংশগ্রহণে এবারের বিশেষ সংস্করণ অনুষ্ঠিত হবে। দলগুলো হলো- চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, ঢাকা প্লাটুন, কুমিল্লা ওরিয়র্স, খুলনা টাইগার্স, রাজশাহী রয়্যালস, রংপুর রেঞ্জার্স এবং সিলেট থান্ডার।