বিপিএলের টিকেটের মূল্য জেনে নিন

Looks like you've blocked notifications!

আগামীকাল বুধবার থেকে মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এরই মধ্যে গত রোববার জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের আসরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার মূল টুর্নামেন্টের টিকেটের দাম জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে টিকেটের সর্বোচ্চ দাম ধরা হয়েছে দুই হাজার টাকা। সর্বনিম্ন দাম ধরা হয়েছে ২০০ টাকা। শুধু ঢাকায় অনুষ্ঠিতব্য প্রথম পর্বের ম্যাচগুলোর টিকেটের দাম জানিয়েছে বিসিবি।

গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেটের মূল্য দুই হাজার টাকা। ক্লাব হাউস ও ভিআইপি স্ট্যান্ডের টিকেট পাওয়া যাবে ৫০০ টাকায়। সাউদার্ন ও নর্দার্ন স্ট্যান্ডের টিকেটের দাম ৩০০ টাকা। আর ইস্টার্ন স্ট্যান্ডের টিকেটের মূল্য ২০০ টাকা।

আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে টিকেট পাওয়া যাবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ১ নম্বর গেটসংলগ্ন টিকেট বুথ ও মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে।

এ ছাড়া কিছু অনলাইন মাধ্যমে পাওয়া যাবে টিকেট। সেগুলো হলো সহজ ডটকম, পেপয়েন্ট ও গ্যাজেটবাংলার ওয়েবসাইটে।

আগামীকাল আসরের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে সিলেট থান্ডার। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ওয়ারিয়র্স ও রংপুর রেঞ্জার্স।