বিমানবন্দরে ফুটবলারদের ডলার চুরি হয়নি, জানিয়েছে কর্তৃপক্ষ

Looks like you've blocked notifications!
সতীর্থদের সঙ্গে শামছুন্নাহার। ছবি : ফেসবুক

বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্য কৃষ্ণা রানী সরকার ও শামুসন্নাহারের লাগেজ থেকে ডলার চুরি হওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনার পর বিমানবন্দরে লিখিত অভিযোগ জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

অভিযোগের পর তদন্তের বিমানবন্দর  কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে কোনো চুরির ঘটনা ঘটেনি। বরং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফুটবলারদের লাগেজ বাফুফে অক্ষত অবস্থায় বুঝে নিয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার দুপুরে এক বিবৃতিতে খবরটি জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করার কথা জানিয়ে বিমানবন্দরের নির্বাহী পরিচালক ও গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ‘বাফুফে প্রটোকল প্রতিনিধি ও দুজন টিম অফিসিয়াল কর্তৃক ট্যাগ চেক করতঃ সম্পূর্ণ অক্ষত ও তালাবদ্ধ অবস্থায় বিমান বাংলাদেশ এয়ারলেন্স কর্তৃপক্ষের নিকট হতে লাগেজ সমূহ বুঝে নিয়ে বিমানবন্দর ত্যাগ করেন।'

এদিকে যদি শেষ পর্যন্ত টাকা উদ্ধার করা সম্ভব না হয় তাহলে কৃষ্ণা রানী সরকার ও শামুসন্নাহারকে নিজেদের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করবে বাফুফে।

আজ বৃহস্পতিবার বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। সাংবাদিকদের তিনি বলেছেন, ‘বিষয়টি আমরা প্রত্যাশা করিনি। শুধু দুজন ফুটবলারের চুরি হয়েছে। কৃষ্ণা রানী সরকারের ৯০০ ডলার আর শামছুন্নাহারের ৪০০ ডলার। মোট ১৩০০ ডলার চুরি হয়েছে। আর কোনো কিছু চুরি হয়নি। আমরা এরই মধ্যে অফিশিয়ালভাবে বিমানবন্দরে অভিযোগ জানিয়েছি। চিঠি না দিলে তো তারা কাজ শুরু করবে না। অভিযোগের আগে ওভার ফোনেও জানিয়েছি। এরপর অফিশিয়াল ব্যবস্থা নেওয়া হয়েছে।’

এরপর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার কার্যনির্বাহী কমিটির এই সদস্য যোগ করেন, ‘ওরা বাচ্চা মেয়ে। ওদের কাছে এটা অনেক বেশি টাকা। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আর যদি এই টাকা না পাওয়া যায় তাহলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সেটা দেখবে। ফুটবল ফেডারশনের পক্ষ থেকে আমরা ওদের টাকাটা দেওয়ার জন্য পদক্ষেপ নেব। ওই একই ভ্যানে আমার নিজের লাগেজও ছিল। কিন্তু আমার ব্যাগের কিছু হয়নি। আমার ব্যাগ অক্ষত ছিল।’  

গত সোমবার ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথমবার দক্ষিণ এশীয়ার মুকুট জিতে গতকাল বুধবার ঢাকায় ফিরেছেন ফুটবলাররা।