বিশ্বকাপজয়ী দলকে গণসংবর্ধনা দেওয়া হবে
যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে গণসংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ সোমবার মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সড়ক পরিহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এটি স্বরণীয় সাফল্য। গোটা জাতি আনন্দিত। গতবারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে ইতিহাস গড়েছেন তরুণ ক্রিকেটাররা। এই ধারাবাহিকতায় একদিন জাতীয় দলও বিশ্বকাপ জিতবে বলে আমার বিশ্বাস।’
কাদের আরো বলেন, ‘আজ মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এই বিজয়কে উদযাপন করা হবে। সোহরাওয়ার্দী উদ্যানে তাদের গণসংবর্ধনা দেওয়া হবে। তারিখ এখনো ঠিক হয়নি।’
আগের কথা স্মরণ করিয়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমি যখন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ছিলাম তখন বাংলাদেশ আইসিসি ট্রফি জিতেছিল। বিশ্বকাপে প্রথম জয় পেয়েছিল পাকিস্তানের বিপক্ষে এবং টেস্ট স্ট্যাটাস পেয়েছিল। যে সাফল্যের ধারা শুরু হয়েছিল তখন, তা এখনো চলছে।’
গতকাল রোববার যুব বিশ্বকাপের ফাইনালে ভারতকে বৃষ্টি আইনে তিন উইকেটে হারিয়ে প্রথমবার শিরোপা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।
রাকিবুল, শরিফুল ও অভিষেকদের দারুণ বোলিংয়ের পর অধিনায়ক আকবর আলির দায়িত্বশীল ব্যাটিংয়ে দারুণ জয় তুলে নিয়ে বিশ্বকাপ জেতে বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকায় পচেফস্ট্রুমে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে তিন উইকেটে জেতে বাংলাদেশ। ১৭৭ রান তাড়ায় বাংলাদেশের ইনিংসের ৪১তম ওভার শেষে বৃষ্টি নামে। সে সময় তাদের স্কোর ছিল ১৬৩/৭। আবার খেলা শুরু হলে তারা নতুন লক্ষ্য পায় ৪৬ ওভারে ১৭০। সাত বলের মধ্যে ছুঁয়ে ফেলে লক্ষ্য।
যা পারেননি সাকিব, তামিম, মুশফিক ও মিরাজরা তা করে দেখালেন ইমন, শাহাদাত ও জয়রা। বৈশ্বিক কোনো আসরে শুধু ফাইনালেই উঠেনি, শিরোপা জিতে ইতিহাস গড়ে বাংলাদেশের যুবারা।
অবশ্য চার বছর আগে ঘরের মাঠে সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে চোখের জলে মাঠ ছেড়েছিলেন লাল-সবুজের দলের যুবারা। ঠিক চার বছর পর দক্ষিণ আফ্রিকার মাটিতে সাফল্যে উদ্ভাসিত হলেন যুবারা।