বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের সালমা
এবারই প্রথম ওয়ানডে বিশ্বকাপে অংশ নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিজেদের প্রথম বিশ্বকাপে কয়েকটি ম্যাচে সম্ভাবনা জাগালেও জয় এসেছে শুধু একটিতে। পাকিস্তানের বিপক্ষে একটি জয় নিয়েই বিশ্বকাপ থেকে ফিরেছে বাংলাদেশের মেয়েরা। তবে দলীয় পারফর্ম খুব একটা সাড়া জাগাতে না পারলেও ব্যক্তিগত পারফরম্যান্স দিয়ে নজরে এসেছেন বাংলাদেশের সালমা খাতুন।
বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের অফ স্পিনিং অলরাউন্ডার সালমা খাতুন। আজ সোমবার এক বিবৃতিতে বিশ্বকাপের সেরা দল প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংখ্যা আইসিসি।
আইসিসির প্রতিনিধিসহ ধারাভাষ্যকার ও সংবাদকর্মীদের মিলিয়ে ছয় জনের একটি প্যানেল মিলে তৈরি করেছেন এই একাদশ। যেখানে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি সালমা খাতুন। পুরো টুর্নামেন্টে ৭ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন এই অফ স্পিনার। উইকেটের পাশাপাশি রান দেওয়ার ক্ষেত্রেও তিনি ছিলেন মিতব্যায়ী। সালমা ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ৩.৭৯। যার কারণে আইসিসির সেরা একাদশে ১১তম সদস্য হয়ে আছেন সালমা।
বিশ্বকাপের সেরা একাদশের অধিনায়ক হিসেবে আছেন চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়ার অধিনায়ক মেগ ল্যানিং। আর ১২তম সদস্য হিসেবে আছেন ইংল্যান্ডের চার্লি ডিন।
বিশ্বকাপের সেরা একাদশ: লরা উলভার্ট (দক্ষিণ আফ্রিকা), অ্যালিসা হিলি (অস্ট্রেলিয়া), মেগ ল্যানিং (অধিনায়ক, অস্ট্রেলিয়া), র্যাচেল হেইন্স (অস্ট্রেলিয়া), ন্যাট সিভার (ইংল্যান্ড), বেথ মুনি (অস্ট্রেলিয়া), হেইলি ম্যাথিউজ (ওয়েস্ট ইন্ডিজ), মারিজান ক্যাপ (দক্ষিণ আফ্রিকা), সোফি এক্লেস্টোন (ইংল্যান্ড), শাবনিম ইসমাইল (দক্ষিণ আফ্রিকা), সালমা খাতুন (বাংলাদেশ)।
দ্বাদশ: চার্লি ডিন (ইংল্যান্ড)।