বিশ্বকাপে প্রথম ডাবল হ্যাটট্রিক আইরিশ পেসারের

Looks like you've blocked notifications!
আয়ারল্যান্ডের পেসার কার্টিস কাম্পার। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি ক্রিকেটে এর আগে দুটি ডাবল হ্যাটট্রিক হয়েছিল। ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের স্পিনার রশিদ খান প্রথম এই কীর্তি গড়েছিলেন। একই বছর নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ডটি গড়েন লঙ্কান কিংবদন্তি  লাসিথ মালিঙ্গা। এবার তৃতীয় রেকর্ডটি গড়লেন আয়ারল্যান্ডের পেসার কার্টিস কাম্পার। অবশ্য টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রেকর্ড এটি।

টানা চার বলে চার উইকেট নিয়ে এই রেকর্ড গড়েন কাম্পার। ক্রিকেটে সাধারণত টানা চার বলে চার উইকেট নিলেই ‘ডাবল হ্যাটট্রিক’ ধরা হয়।

আজ সোমবার আবুধাবিতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে আয়ারল্যান্ড পেসার কাম্পার এই ডাবল হ্যাটট্রিক করেন। ইনিংসের দশম ওভারে টানা চার বলে চার ব্যাটসম্যানকে ফেরান তিনি। ৯.২ ওভারে কলিন অ্যাকারম্যানকে প্রথম আউট করেন। পরের বলে লেগ বিফোরে সাজঘরে পাঠান রায়ান টেন ডেসকাটকে। পরের দুই বলে স্কট এডওয়ার্ডস ও রোয়েলফ ভন ডার মারউইকে সাজঘরে পাঠিয়ে তুলে নেন চার উইকেট।

প্রথম ওভারে ১২ রান দেওয়া ক্যাম্পারের দুই ওভার শেষে বোলিং ফিগার ছিল ২-০-১৪-৪। শেষ পর্যন্ত চার ওভারে ২৬ রান দিয়ে চার উইকেট নেন তিনি।

এদিন নেদারল্যান্ডসকে সহজে সাত উইকেটে হারায় আয়ারল্যান্ড।

প্রথমে ব্যাট করে মাত্র ১০৬ রানে ইনিংস গুটিয়ে নেয় নেদারল্যান্ডস। জবাবে তিন উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে আয়ারল্যান্ড।