বিশ্ব ক্যারমে তৃতীয় বাংলাদেশ

Looks like you've blocked notifications!

আন্তর্জাতিক ক্যারম টুর্নামেন্টে তৃতীয় হয়েছে বাংলাদেশ। এই টুর্নামেন্টের সাফল্যে তাই প্রথম কোনো বাংলাদেশি হিসেবে হেমায়েত মোল্লা বিশ্ব ক্যারম র‍্যাঙ্কিংয়ে পঞ্চম হয়েছে। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার নিশান্ত ফার্নানেদোকে ২-১ সেটে হারিয়ে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন হেমায়েত। এর আগে হেমায়েত র‍্যাঙ্কিংয়ে সপ্তম স্থানে ছিলেন।

এই টুর্নামেন্টে বাংলাদেশের নয় সদস্যের দল অংশগ্রহণ করে। চার পুরুষ ও চার নারী খেলোয়াড় ওবং একজন টিম ম্যানেজারসহ মোট নয়জন। টিম ম্যানেজার ছিলেন বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন।

২০১৬ ও ২০১৮ সালের টুর্নামেন্টে অংশগ্রহণ না করায় তৃতীয় স্থান হাত ছাড়া হয়ে যায়। তা ফের পুনরুদ্ধারে খুশি ক্যারম দল।

বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সাধারণ সম্পাদক ও টিম ম্যানেজার আশরাফ আহমেদ লিয়ন বলেন, ‘আইসিএফ কাপে বাংলাদেশ তৃতীয় হওয়ায় আমাদের আত্মবিশ্বাস আরো বেড়ে গেছে। যা আমাদের ক্যারমকে সামনে আরো এগিয়ে নেবে।’