বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে ক্রীড়া প্রতিমন্ত্রীর শুভেচ্ছা

Looks like you've blocked notifications!

আজ ২ জুলাই, বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস। এই বিশেষ দিনে দেশের সব ক্রীড়া সাংবাদিককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুব ও  ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি ।

আজ বৃহস্পতিবার এক শুভেচ্ছাবার্তায় ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আধুনিক বিশ্বে ক্রীড়া সাংবাদিকতার ভূমিকা এবং গুরুত্ব অপরিসীম । ক্রীড়া সাংবাদিক এবং লেখকরা হলেন ক্রীড়াঙ্গনের চোখ, মানুষের শব্দ এবং কণ্ঠস্বর। ক্রীড়া সাংবাদিকতা আর ক্রীড়াঙ্গন অঙ্গাঙ্গিভাবে জড়িত। একটি বাদ দিয়ে অন্যটি ভাবা যায় না। আমি বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবসে দেশের ক্রীড়া সাংবাদিকদের আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।’

বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকরা দেশের খেলাধুলাকে আরো উঁচু জায়গায় নিয়ে যাবেন বলে বিশ্বাস করেন জাহিদ আহসান রাসেল।

এই করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে সাংবাদিকরা  দায়িত্ব পালন করে যাচ্ছেন। দায়িত্ব পালন করতে গিয়ে অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন, প্রাণ হারিয়েছেন কয়েকজন। তাঁদের প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘করোনাকালীন এ দুর্যোগের সময়েও ক্রীড়া সাংবাদিকরা তাঁদের সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন। দায়িত্ব পালন করতে গিয়ে ইতোমধ্যে বেশ কয়েকজন সাংবাদিক মারা গেছেন।  আমি তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। এ ছাড়া যাঁরা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অসুস্থ আছেন, আমি তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

স্বাধীন বাংলাদেশের ক্রীড়ার উন্নয়নে ক্রীড়া সাংবাদিকদের ধারাবাহিক অনন্য অবদানের কথা স্মরণ করে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকরা এখন দেশের সীমানা ছাড়িয়ে বিচরণ করছেন দেশের বাইরেও। বহির্বিশ্বে তাঁরা দেশের ক্রীড়াঙ্গনের দূত হিসেবে কাজ করছেন। আমি দেশের সকল ক্রীড়া সাংবাদিকের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি তাঁদের সার্বিক সাফল্য কামনা করছি।’