বিসিবির করোনা অ্যাপে থাকছেন নারী ক্রিকেটাররাও
করোনাকালে ক্রিকেটারদের স্বাস্থ্যের খোঁজখবর রাখতে ও প্রয়োজনীয় পরামর্শ দিতে তথ্য প্রযুক্তির সহায়তা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘এজ টেন’ নামের একটি অ্যাপের মাধ্যমে ক্রিকেটারদের গাইডলাইন দেওয়া হচ্ছে। প্রথম পর্যায়ে ৪০ জন পুরুষ ক্রিকেটারকে এ অ্যাপে যুক্ত করা হয়েছিল। এবার নারী ক্রিকেটারদেরও এ অ্যাপের আওতাভুক্ত করা হচ্ছে।
বাংলাদেশ জাতীয় দলে খেলা প্রায় ২৫ জন নারী ক্রিকেটারকে এ অ্যাপের সঙ্গে যুক্ত করা হচ্ছে। আজ মঙ্গলবার বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়েছেন নারী ক্রিকেটার জাহানারা আলম।
নারী দলের অন্যতম এই ক্রিকেটার বলেন, ‘করোনা অ্যাপে আমাদেরও যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধাপে ধাপে জাতীয় দলে খেলা ২৫ জন নারী ক্রিকেটারকে যুক্ত করা হচ্ছে। যেখানে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের দিক নির্দেশনা দেওয়া হবে।’
করোনার কারণে দীর্ঘদিন ধরে মাঠে খেলা নেই। এ সময় খেলোয়াড়রা ঘরে থেকে কীভাবে ফিটনেস নিয়ে কাজ করবেন, কীভাবে নিজের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করবেন, এসব নির্দেশনা আগেই দিয়েছে বিসিবি। এবার ক্রিকেটারদের শারীরিক ও মানসিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করতে চাইছে বিসিবি। সে জন্যই এ অ্যাপের ব্যবস্থা করা হয়েছে।
এর আগে বিসিবির ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ম্যানেজার নাসির আহমেদ জানিয়েছিলেন, অ্যাপটিতে অনেকগুলো প্রশ্ন রাখা হয়েছে। বেশিরভাগই কোভিড-১৯ এর উপসর্গ নিয়ে। অ্যাপের মাধ্যমে কে কতক্ষণ ঘুমিয়েছে, জ্বর বা ব্যথা আছে কি না, কোনো রোগীর সংস্পর্শে গিয়েছিল কি না, মানসিক অবস্থা ইত্যাদি তথ্য ক্রিকেটাররা জানাবে।
এই অ্যাপের মাধ্যমে ক্রিকেটারদের প্রতিদিনের তথ্য প্রতিদিন দিতে হবে। এসব তথ্যে ওপর ভিত্তি করে তাদের লাল, সবুজ ও হলুদ জোনে চিহ্নিত করা হবে। প্রশ্নের উত্তর দিলে অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে জানিয়ে দেবে কে কোন জোনে আছে। এরপর বিসিবির মেডিকেল বিভাগ সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।