বিসিবির সভাপতি নাও হতে পারি : নাজমুল হাসান

Looks like you've blocked notifications!
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ছবি : সংগৃহীত

আজ বুধবার হয়ে গেল বিসিবির ১১তম বোর্ড সভা। সভায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন থেকে শুরু করে আসন্ন বিশ্বকাপ নিয়ে নানা বিষয়ে আলোচনা হয়। সভা শেষে সাংবাদিকদের সামনে সভাপতি নাজমুল হাসান পাপন হাজির হলেই প্রশ্ন ওঠে নির্বাচন নিয়ে। তখন তিনি জানালেন, এবারের নির্বাচন উন্মুক্ত রাখতে চাইছেন তাঁরা।

বোর্ড সভাপতি হওয়ার সম্ভাবনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে নাজমুল হাসান বলেন, ‘প্রথম কথা হচ্ছে নির্বাচন করা, আরেকটা হলো বোর্ড সভাপতি হওয়া। আমি ব্যক্তিগতভাবে মনে করি, বোর্ড সভাপতির এখন যে কাজ সেটি তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রতিদিন ম্যানেজমেন্ট ঠিক রাখা। যাতে বোর্ড প্রেসিডেন্টের তেমন কিছু করার থাকে না। আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ হলো, টিম, ম্যানেজমেন্ট, কোচিং স্টাফদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা। যেটা আমার সময়ও ঠিক মতো হয়নি, তার আগেও হয়নি। আমি বলছি না খারাপ হয়েছে, তবে অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটেছে। একটা জিনিস নিশ্চিত যে, ওদের সঙ্গে যোগাযোগ করা অত্যন্ত জরুরি। আমি মনে করি, বোর্ড প্রেসিডেন্ট যেই হোক না কেন, তার এটা থাকলেই ভালো। কারণ একটা ম্যানেজমেন্টের টিমের সঙ্গেও সমস্যা থাকতে পারে আবার কোচিং স্টাফদের সাথেও সমস্যা থাকতে পারে। সে জন্য একজনকে দরকার। আমার মনে হচ্ছে যে, এটার জন্য উপযুক্ত হলো বোর্ড সভাপতি। কিন্তু আমি মনে করি এটা এখন গুরুত্বপূর্ণ।’

নাজমুল হাসান আরও বলেন, ‘আইসিসি সঙ্গে যোগাযোগ এবং আইসিসিতে বিসিবির অভিমতকে ঠিকমতো তুলে ধরা এবং সেটাতে আমাদের অভিমত যাতে ঠিকমতো প্রতিফলিত হয় সেই চেষ্টা করা সভাপতির দায়িত্ব। এ ছাড়া কোচ সিলেকশন, এই যে সামনে যে বিশ্বকাপ আছে, টি-টোয়েন্টি আছে, চ্যাম্পিয়নস ট্রফি আছে কোথায় হবে সেসব নিয়ে কাজ। দ্বিতীয় হচ্ছে, আগে যদি আমরা দেখি যেটা হতো বাংলাদেশ খেলা বেশি পেত না। আমরা যদি খেলা না পাই তাহলে আমরা উন্নতি করব কীভাবে। এখন এই জিনিসটা  কিন্তু আপনারা এখন টের পাচ্ছেন। এ জিনিসটা থেকে বাংলাদেশ বের হয়ে আসছে। এটা এখনই শেষ করে দিলে হবে না। যারাই আসবে এটা নিয়ে কাজ করতে হবে। প্রচুর কাজ করতে হবে, যাতে করে বাংলাদেশ প্রায়, বাংলাদেশের সাথে ওরা খেলতে আসে আমরাও যাতে ওখানে গিয়ে খেলার সুযোগ পাই। জোরদার করতে হবে, বাংলাদেশকে একটা গুরুত্বপূর্ণ দেশ হিসেবে বের হতে হবে এর জন্য ভালো খেলতে হবে। মিনিমাম র্যা ঙ্কিংয়ে পাঁচে যেতে হবে।’

এরপর নির্বাচনে নিজের ভবিষ্যৎ নিয়ে বোর্ড প্রধান বলেন, ‘আমি মনে করি এখানে নতুন কেউ যদি আসে তাহলে ভালো হয়। পরিচালক পদও ওপেন থাকবে। মানুষ যাকে পছন্দ করে সে আসুক। আমাদের গতানুগতিকভাবে যেভাবে আসছিল সেটা থেকে বের হওয়ার একটা চিন্তা ভাবনা আমি করছি। এজন্য আমি বলছি আমি বোর্ডের পরিচালকের ইলেকশন করতে পারি, সভাপতি নাও হতে পারি (হাসি)।’