বিসিসিআই ছাড়বেন কি না দ্বিধায় সৌরভ
সম্প্রতি আইসিসির চেয়ারম্যান পদে সৌরভ গাঙ্গুলীর নাম আলোচনায় আসে। আইসিসির জন্য বিসিসিআই সভাপতি পদ ছাড়বেন কি না, তা নিয়ে দ্বিধায় আছেন সাবেক এই ভারতীয় অধিনায়ক।
আইসিসির চেয়ারম্যানের পদ থেকে শশাঙ্ক মনোহরের পদত্যাগের পরই সৌরভের সম্ভাবনা নিয়ে আলোচনা আসে। এ প্রসঙ্গে এক ভারতীয় টিভি চ্যানেলকে সৌরভ বলেন, ‘আমিও জানি না কী হবে। এই ব্যাপারে শেষ সিদ্ধান্ত নেবে বোর্ড (বিসিসিআই)। আর আইসিসিতে পরিস্থিতি আগের মতো নেই, অনেক পাল্টেছে। আইসিসিতে স্বাধীন চেয়ারম্যান হতে গেলে নিজের দেশের বোর্ডের কোনো পদে থাকা চলবে না। আগে কিন্তু এমন ছিল না। আগে দুটো পদেই থাকা যেত।'
বিষয়টি ব্যাখ্যা করে সৌরভ বলেন, ‘বিসিসিআইয়ের সংবিধান অনুসারে বোর্ডে একটাই পদে থাকা যাবে। বোর্ডে কখনই দুটো পদে থাকা যাবে না। বোর্ডের বাইরে অন্য পদে থাকা যাবে।'
তাই আইসিসির চেয়ারম্যান হলে অন্য কোনো পদে থাকা চলবে না। মানে আইসিসি চেয়ারম্যান হতে গেলে সৌরভকে বিসিসিআইয়ের পদ ছাড়তে হবে।
সাবেক ভারতীয় এই তারকা আরো বলেন, ‘আমি জানি না এই পর্যায়ে বিসিসিআই ছেড়ে চলে যাওয়া উচিত কি না। এখন আমাকে বিসিসিআই ছাড়ার অনুমতি দেওয়া হবে কি না। এটাই এখন অবস্থা। তবে আমার কোনো ব্যস্ততা নেই। আমার বয়স বেশি না। আর এই কাজটা তো চিরকাল করা যায় না। এগুলো সাম্মানজনক কাজ। জীবনে একবারই করা চলে।'
‘খেলাধুলার ক্ষেত্রে বাকিদের থেকে আমার বেশি জানারই কথা। কারণ, সারা জীবন খেলেই কাটিয়েছি। আর সেটাই বাস্তব। আর আইসিসি বা এসিসি, যেখানেই যাই না কেন, আসল হলো বোর্ডের প্রতিনিধিত্ব করা। সেই কারণেই সিদ্ধান্তটা সবার মধ্যে থেকে আসতে হবে, 'যোগ করেন সৌরভ।