বুমরাহর দুর্দান্ত বোলিংয়ে কেপটাউনে ভারতের দাপট

Looks like you've blocked notifications!
ভারত ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ। ছবি : সংগৃহীত

প্রথম ইনিংসে বেশি রান তুলতে পারেনি ভারত। বিরাট কোহলির ব্যাটে স্কোরবোর্ডে তুলেছে মাত্র ২২৩ রান। এ রান নিয়েই দারুণ লড়াই করছে ভারত। জাসপ্রিত বুমরাহর বোলিংয়ে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে আরও কমে আউট করল তারা। এরপর ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় দিনে লিড কিছুটা বাড়িয়ে রাখল বিরাট কোহলির দল। সবমিলিয়ে কেপটাউন টেস্টের দ্বিতীয় দিনে দাপট দেখাল সফরকারীরা।

তিন ম্যাচ সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকাকে ২১০ রানে আউট করেছে ভারত। স্বাগতিকদের হয়ে দারুণ এক ইনিংস খেলেন কিগান পিটারসেন। ১৬৬ বলে ৯টি চারে তিনি করেন ৭২ রান। এটাই দলের হয়ে একজনের করা সর্বোচ্চ রান।

এত অল্প রানে আউট করার মূল কাজটা করেছেন বুমরাহ। বল হাতে তিনি একাই নিয়েছেন পাঁচটি উইকেটে। এর জন্য খরচ করেছেন মোটে ৪২ রান। এ ছাড়া দুটি করে নিয়েছেন উমেশ যাদব ও মোহাম্মদ শামি।

প্রোটিয়াদের আউট করার পর ১৩ রানের লিড নিয়ে কাল বুধবারই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত। দ্বিতীয় ইনিংসে নেমে তারাও দুটি উইকেট হারায়। তবে, দ্রুত দুই উইকেট হারানোর ধাক্কা সামলে দলকে এগিয়ে নিচ্ছেন বিরাট কোহলি।

দিন শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের রান ২ উইকেটে ৫৭। প্রথম ইনিংসে ১৩ রানের লিডসহ সফরকারীরা এগিয়ে ৭০ রানে, হাতে আছে ৮ উইকেট। দিন শেষে উইকেটে ছিলেন কোহলি (১৪)। তাঁর সঙ্গে পুজারা অপরাজিত ৯ রানে।

সংক্ষিপ্ত স্কোর

ভারত ১ম ইনিংস : ২২৩

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস : (আগের দিন ১৭/১) ৭৬.৩ ওভারে ২১০ (মারক্রাম ৮, মহারাজ ২৫, পিটারসেন ৭২, ফন ডার ডাসেন ২১, বাভুমা ২৮, ভেরেইনা ০, ইয়ানসেন ৭, রাবাদা ১৫, অলিভিয়ের ১০*, এনগিডি ৩; বুমরাহ ২৩.৩-৮-৪২-৫, উমেশ ১৬-৩-৬৪-২, শামি ১৬-৪-৩৯-২, শার্দুল ১২-২-৩৭-১, অশ্বিন ৯-৩-১৫-০)

ভারত দ্বিতীয় ইনিংস : ১৭ ওভারে ৫৭/২ (রাহুল ১০, মায়াঙ্ক ৭, পুজারা ৯*, কোহলি ১৪*; রাবাদা ৬-১-২৫-১, অলিভিয়ের ২-০-১৩-০, ইয়ানসেন ৫-৩-৭-১, এনগিডি ৩-৩-০-০, মহারাজ ১-১-০-০)।