বৃষ্টিতে তৃতীয় দিনের খেলা নিয়েও শঙ্কা

Looks like you've blocked notifications!
সোমবার তৃতীয় দিনের মাঠে গড়ায় কি না, তা নিয়ে শঙ্কা রয়েছে। ছবি : সংগৃহীত

মেঘ-বৃষ্টির লুকোচুরিতে ভেসে গেছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ঢাকা টেস্টের দ্বিতীয় দিন। আজ সোমবার তৃতীয় দিনের খেলা মাঠে গড়ায় কি না, তা নিয়েও শঙ্কা রয়েছে। রাতভর টানা বৃষ্টি হওয়ার ফলে খেলোয়াড়দের টিম হোটেলেই থাকার নির্দেশনা দিয়েছেন ম্যাচ রেফারি। তাই এখনও টিম হোটেলেই আছেন সাকিব-মুমিনুলরা।

গতকালও বৃষ্টির কারণে দিনের খেলা পরিত্যক্ত হয়। কাল প্রথম সেশনে এক বলও মাঠে গড়ায়নি। লাঞ্চের পর শুরু হলেও আধা ঘণ্টার মাথায় ফের বৃষ্টি নামলে ড্রেসিংরুমে ফিরতে হয় ক্রিকেটারদের। এরপর দিনের বাকি অংশ কেটে যায় ড্রেসিংরুমেই। দীর্ঘ অপেক্ষার পরও দিনের বাকি অংশে আর খেলা সম্ভব হয়নি।

দ্বিতীয় দিন শেষে দুই উইকেটে স্কোরবোর্ডে ১৮৮ রান তুলেছে পাকিস্তান। আগের দিন ৬০ রানে অপরাজিত থাকা বাবর আজ যোগ করেছেন ১১ রান। তিনি অপরাজিত আছেন মোট ৭১ রানে। আরেক ব্যাটার আজহার আলী অপরাজিত আছেন ৫২ রানে। 

এর আগে গত শনিবার প্রথম দিনের শেষ সেশন মাঠে গড়ায়নি। কাল কিছুটা সময়ের জন্য শুরু হলেও সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। খেলা শুরু হওয়ার ৩০ মিনিটের মাথায় ফের বৃষ্টি শুরু হয়। ৬.২ ওভার দুই বল খেলা হওয়ার পর ফের ড্রেসিং রুমে চলে যেতে হলো দুদলকে। এ সময়ে স্কোরবোর্ডে ২৭ রান যোগ করে পাকিস্তান। এরপর লম্বা সময় অপেক্ষার পর বিকেল ৩টায় দ্বিতীয় দিনের খেলা বন্ধ ঘোষণা দেয় দুই আম্পায়ার।

এর আগে গত প্রথম দিন ঢাকা টেস্টের প্রথম দিন আগে ব্যাট করতে নেমে দুই দুইকেটে ১৬১ রান নিয়ে দিন শেষ করে পাকিস্তান। দিন শেষে অপরাজিত ছিলেন বাবর আজম। তাঁর সঙ্গে অপরাজিত আজহার আলী। আজও তাঁরা অপরাজিত থেকেই ফিরেছেন।