বৃষ্টিতে ভেসে গেল সুপার লিগের ম্যাচ

Looks like you've blocked notifications!
ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগের ম্যাচে বৃষ্টি বাধা হয়ে দাঁড়িয়েছে। ছবি : সংগৃহীত

বৃষ্টির কারণে ভেসে গেছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের সুপার লিগের ম্যাচ। আজ শনিবার সকালের ম্যাচে দ্বিতীয় ওভারের পরেই শুরু হয় বৃষ্টি। টানা বৃষ্টিতে কারণে সেই ম্যাচ তো বটেই সঙ্গে ভেসে গেছে পরের দুটি ম্যাচও।

এদিন সুপার লিগের সবকটি ম্যাচই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। সকালে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে প্রাইম দোলেশ্বর ১.৩ ওভারে বিনা উইকেটে ৮ রান করে। এর পরই শুরু হয় বৃষ্টি। আর খেলা আয়োজন করা সম্ভব হয়নি।

দুপুরে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের লড়াই এবং সন্ধ্যায় আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচে টসও করা সম্ভব হয়নি।

খেলা হবে নতুন সূচিতে। শনিবারের ম্যাচগুলো হবে আগামীকাল রোববার। এভাবে একদিন করে পিছিয়ে যাবে অন্য দিনের সব খেলা। আগের সূচিতে আগামী শুক্রবার লিগ শেষ হওয়ার কথা থাকলেও এখন শেষ হবে শনিবার।