বৃষ্টির কারণে খেলা হবে ৪৭ ওভারে

Looks like you've blocked notifications!
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তামিম একাদশের মুখোমুখি হয়েছে মাহমুদউল্লাহ একাদশ। ছবি : বিসিবি 

বিসিবি প্রেসিডেন্টস কাপের দ্বিতীয় ম্যাচে আজ মঙ্গলবার মুখোমুখি হয়েছে তামিম একাদশ ও মাহমুদউল্লাহ একাদশ। কিন্তু ম্যাচের শুরুতেই বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে ১টা ৪৬ মিনিটে খেলা বন্ধ হয়ে যায়। এক ঘণ্টা ৪৪ মিনিট অপেক্ষার পর আবার শুরু হয়েছে ম্যাচ।

তবে বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে দেওয়া হয়েছে। ৫০ ওভারের ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে হবে ৪৭ ওভার। বৃষ্টির আগ পর্যন্ত ৩ ওভারে এক উইকেটে ১২ রান করে তামিম একাদশ।

তবে ব্যাট করতে নেমে ব্যর্থ হয়েছেন অধিনায়ক তামিম ইকবাল। দীর্ঘ বিরতির পর ক্রিকেটে ফেরার ম্যাচে হতাশ করলেন তিনি। সাত মাস পর মাঠে ফিরে মাত্র ২ রান করে সাজঘরে ফিরলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক।

মাহমুদউল্লাহ একাদশের বিপক্ষে ম্যাচ দিয়ে সাত মাস পর ক্রিকেটে ফিরেছেন তামিম। তরুণ ক্রিকেটার আরেক তামিমের সঙ্গে বেশ উচ্ছ্বাস নিয়েই ওপেন করতে নেমেছিলেন। কিন্তু ব্যাট করতে নেমে রীতিমতো হতাশ করলেন। ইনিংসের ১.৩ নম্বর বলে পেসার রুবেল হোসেনের এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন ওয়ানডে অধিনায়ক। ৮ বল মোকাবিলা করে ২ রান করেন তিনি।