বৃষ্টির শঙ্কা কাটিয়ে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

Looks like you've blocked notifications!
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচ। ছবি : বিসিবি

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে গড়ায়নি বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি। খেলা শুরুর সময় ছিল সন্ধ্যা ৬টায়। আপাতত সব শঙ্কা কাটিয়ে মাঠে গড়াচ্ছে দুদলের লড়াই। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

এই সিরিজে এই প্রথম টসে জিতেছে বাংলাদেশ। আগের দুই ম্যাচেই জিতেছিল অস্ট্রেলিয়া। 

এক ঘণ্টা ১৫ মিনিট পিছিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টি। ম্যাচ শুরুর সময় ৭টা ১৫ মিনিটে। এক ঘণ্টা পিছিয়ে টস মাঠে গড়িয়েছে ৭টায়। কোনো কার্টেল ওভার হচ্ছে না। পুরো ২০ ওভারের ম্যাচই মাঠে গড়াচ্ছে।  ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস, গাজী টিভি ও বাংলাদেশ টেলিভিশন। এ ছাড়া অনলাইনে খেলাগুলো দেখা যাচ্ছে র্যাবিটহোলস্পোর্টসে।

সিরিজের প্রথম দুই ম্যাচে জিতে ২-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। আজ শুক্রবার অস্ট্রেলিয়াকে হারালেই দুই ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত হবে স্বাগতিকদের। অবশ্য হারলেও সমস্যা নেই। সিরিজ জয়ের জন্য আরও দুটি ম্যাচে সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। তবে, সে দুটি ম্যাচের দিকে না তাকিয়ে বাংলাদেশের লক্ষ্য আজই সিরিজ নিশ্চিত করা।

অন্যদিকে টানা দুই ম্যাচে হেরেও সিরিজ জয়ের পথ খুঁজছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচে পরাজয়ের পর তো মোইজেস হেনরিকেস বলেই দিলেন, ‘এটা অস্ট্রেলিয়ার মতো পরিচিত কন্ডিশন নয় এটা। তবে, যদি আমরা মানিয়ে নিতে পারি, তাহলে আমার বিশ্বাস, আমরা এখনও সিরিজ জিততে পারি। আমাদের ঘুরে দাঁড়ানোর পথ বের করতে হবে। এখানে মানিয়ে নিতে সময় লাগে। কাউকে শেষ পর্যন্ত থাকতেও হয়, আবার ১৪০-১৫০ করার জন্য ঝুঁকিও নিতে হয়।’

হেনরিকেসের কথাতে বোঝাই যাচ্ছে বাংলাদেশকে আটকানোর জন্য সব রকম পথ খুঁজছে অস্ট্রেলিয়া। গতকাল বৃহস্পতিবার অ্যাশটন অ্যাগারের মুখেও তাই শোনা গেল। ভার্চুয়াল সংবাদমাধ্যমে তিনি বলেছেন, ‘অবশ্যই এটা একটা (স্পিনারদের দিয়ে বেশি বল করানো) বিকল্প। আমাদের কিছু স্পিনার বেঞ্চে বসে আছে। অ্যাস্টন টার্নার ওয়েস্ট ইন্ডিজে বেশ ভালো বল করেছে, সেও বল করতে পারে। আমরা উইকেট দেখে যা বুঝলাম, স্লো বোলারেরাই এখানে মূল ভূমিকা নিচ্ছে। এটা অবশ্যই হতে পারে। এটা নির্ভর করবে দলের ওপর।'

গত মঙ্গলবার প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের দেওয়া ১৩২ রান তাড়া করতেই নাস্তানাবুদ হয় অস্ট্রেলিয়া। ১৯ রানে চার উইকেট নিয়ে ম্যাচেসেরা হন নাসুম আহমেদ। দারুণ বোলিং করে ভূমিকা রাখেন সাকিব আল হাসান, মেহেদী হাসান ও শরিফুলরা। এর পরদিন দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫ উইকেটে জিতেছে বাংলাদেশ। এবার ছন্দ ধরে আজ জিতলেই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার সিরিজ জয়ের ইতিহাস গড়বে লাল-সবুজের দল।