বেলজিয়ামের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ইতালি

Looks like you've blocked notifications!
ইউরো কাপের শেষ আটে মুখোমুখি হবে ইতালি ও বেলজিয়াম। ছবি : সংগৃহীত

চলমান ইউরোতে এখন পর্যন্ত কঠিন প্রতিপক্ষ পায়নি ইতালি। শেষ আটে এসে ‘কঠিন’ পরীক্ষাই দিতে হবে তাদের। দলটির সামনে লুকাকুদের বেলজিয়াম। এই মুহূর্তে আন্তর্জাতিক ফুটবলে ইতালি উড়ছে। টানা ৩১ ম্যাচ অপরাজিত থেকে তারা পিছনে ফেলেছে নিজেদের ৮২ বছর আগের রেকর্ড।

২০১৮ সালের সেপ্টেম্বরে পর্তুগালের কাছে হারের পর ‘পরাজয়’ যেন ভুলেই গেছে ইতালি। এবার ইতালির আসল পরীক্ষা। কারণ তুরস্ক, সুইজারল্যান্ড, ওয়েলস আর অস্ট্রিয়ার বিপক্ষে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা ইতালি এবার খেলবে বিশ্বের এক নম্বর দলের বিরুদ্ধে।

যে দলে লুকাকু, কেভিন ডি ব্রুইনা, ইডেন হ্যাজার্ড মতো ফুটবলার রয়েছেন, তাঁদের বিপক্ষে ইতালির কঠিন পরীক্ষায় পড়তে হবে।

বর্তমানে বিশ্বের এক নম্বর দল বেলজিয়াম। আগামীকাল শুক্রবার ফুটবল প্রেমীদের জন্য দারুণ একটা খেলা অপেক্ষা করছে।

লুকাকুকে নিয়ে বাড়তি ভাবনায় ইতালির রক্ষণভাগ। ইতালির ডিফেন্ডার জিওভান্নি ডি লরেঞ্জো বলেন, ‘আমি লুকাকুর খেলা খুব ভালো করেই জানি। কারণ সিরি ‘এ’তে কয়েকবারই আমি লুকাকুর মুখোমুখি হয়েছি। সে দুর্দান্ত একজন স্ট্রাইকার। ইন্টারের হয়ে সে এ মৌসুমে দুর্দান্ত খেলেছে। তাঁকে অবশ্যই মাঠে পাহারায় রাখতে হবে। তবে এটা ঠিক বেলজিয়াম লুকাকুর বাইরেও দুর্দান্ত একটা দল। শুক্রবার দারুণ একটা ম্যাচই হতে যাচ্ছে।’