প্রিমিয়ার লিগ

বোর্নমাউথের বিপক্ষে ম্যানচেস্টার সিটির দারুণ জয়

Looks like you've blocked notifications!
ম্যানচেস্টার সিটি ও বোর্নমাউথের লড়াই। ছবি : সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল বোর্নমাউথ। সামর্থ্যের বিচারে এই দলটির বিপক্ষে অনেকটাই এগিয়ে ম্যানসিটি। আজ শনিবার এই দলটির বিপক্ষে সহজেই জয় তুলে নিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। হারিয়েছে ৪-০ গোলের বড় ব্যবধানে।

প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট জয়ের দৌড়ে থাকা আর্লিং হ্যাল্যান্ড আগের ম্যাচে জোড়া করলেও এই ম্যাচে জালের দেখা পাননি। তবে এই নরওয়েজিয়ান সিটির মিডফিল্ডে উজ্জ্বলতা ছড়িয়েছেন, তাই দলও বড় সাফল্য পেয়েছে।

খেলার ১৮ মিনিটে ইল্কে গুন্ডোগান গোলের সূচনা করেন। হাল্যান্ডের পাসে বল পেয়ে কোনাকুনি শটে বল জালে পাঠান তিনি। ১০ মিনিট পর কেভিন ডি ব্রুইন সিটি ব্যবধান দ্বিগুণ করেন। তাঁর অপ্রতিরোধ্য শট বল প্রতিপক্ষের জালে জড়ায়।

বিরতির আগে আরও একটি গোলের দেখা পায় ম্যানসিটি। ফিল ফোডেন চমৎকার ড্রাইভে গোলটি করেন (৩-০)।

পেপ গার্দিওলা বিরতিতে দলে একটি পরিবর্তন আনেন। জ্যাক গ্রিলিশকে মাঠে নামান ফোডেনকে তুলে নিয়ে।

ম্যাচের ৭৯ মিনিটে ম্যানসিটি আরেকটি গোলের দেখা পায় আত্মঘাতি থেকে। জেফারসন লারমা একটি নিজেদের জালে জড়ান।