ব্যর্থতার কারণ জানালেন মাহমুদউল্লাহ

Looks like you've blocked notifications!

অনেক অনিশ্চয়তার পর টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান সফরে যায় বাংলাদেশ। কিন্তু আলোচিত এই সফর চরম হতাশায় কেটেছে লাল-সবুজের দলের। তিন ম্যাচ সিরিজের প্রথম দুটিতে বাংলাদেশকে উড়িয়ে ২-০তে সিরিজ সিরিজ জিতেছে পাকিস্তান। আর শেষ ম্যাচটি ভেসে যায় বৃষ্টিতে। পুরো সিরিজেই ব্যর্থতার পরিচয় দিয়েছেন মাহমুদউল্লাহরা।

কেন এই ব্যর্থতা? সিরিজ শেষে এই প্রশ্নের উত্তর জানালেন মাহমুদউল্লাহ। ব্যাটিং ব্যর্থতা পুরো দলকে ডুবিয়েছে বলে মনে করেন তিনি।

আজ সোমবার সিরিজের শেষ ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। পাকিস্তানের স্থানীয় সময় বিকেল ৩টা ৫৫ মিনিটে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়ররা।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, ‘এই সফরে প্রাপ্তি আমাদের খুবই কম। শুধু তামিমের ব্যাট হাতে কিছুটা ভালো করেছে। সে চেষ্টা করেছে। কিন্তু আমাদের বাকি ব্যাটিং ইউনিট ভালো করতে পারেনি। অবশ্য উইকেটও ভালো ছিল না। তবে আমাদের বোলাররা মোটামুটি ভালো করেছে। প্রথম ম্যাচে তারা রান কম দিয়েছে। দ্বিতীয় ম্যাচে হয়তো হয়নি। তাবে আমাদের ব্যাটসম্যানদের আরো ভালো করতে হবে।’

পাকিস্তানের সঙ্গে নিজেদের বাংলাদেশ দলের পার্থক্য সম্পর্বে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘পাকিস্তান এক নম্বরে, আর আমাদের অবস্থান নয় নম্বরে। তবে অধিনায়ক হিসেবে আমি বলব আমাদের আরো ভালো করা উচিত ছিল। ভালো খেলার মতো ক্রিকেটারও আমাদের ছিল। কিন্তু আমরা নিজেদের ভালোভাবে প্রয়োগ করতে পারিনি।’

এই সফরম্যাটে ভালো করার জন্য আরো ভালো গাইডলাইন আশা করেন মাহমুদউল্লাহ। সেই সঙ্গে নতুন সুযোগ পাওয়া তরুণ ক্রিকেটারাও নিজেদের গুছিয়ে নেবেন বলে আশা অধিনায়কের, ‘সামর্থ্য ও মেধাবী ক্রিকেটার দুটোই আমাদের দলে ছিল। কিন্তু মাঠের খেলা মনে হয় আমরা সেভাবে নিজেদের মেলে ধরতে পারিনি। বিশেষ করে ব্যাটিং বিভাগ। তবে বোলাররা ভালো করেছে মোটামুটি। দায়টা ব্যাটসম্যানদেরই নিতে হবে। আমাদের আরো উন্নতি দরকার। এই ফরম্যাটে আমরা আরো ভালো করতি চাই। আর এই ফরম্যাটে ভালো করতে হলে আমাদের আরো গাইডলাইন দরকার।’