ব্যর্থ সাকিব, জাকিরের ব্যাটে খুলনার চ্যালেঞ্জিং স্কোর 

Looks like you've blocked notifications!
বরিশালের বিপক্ষে আগে ব্যাটিং করেছে জেমকন খুলনা। ছবি : বিসিবি

ব্যাট হাতে আরেকবার ব্যর্থ হলেন সাকিব আল হাসান। অন্যদিকে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে প্রথমবার সুযোগ পেয়েই চমৎকার ইনিংস উপহার দিলেন জাকির হোসেন। তরুণ এই বাঁ-হাতি ব্যাটসম্যানের ইনিংসে ভর করে ফরচুন বরিশালকে ১৭৪ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিল জেমকন খুলনা।

টুর্নামেন্টের ১১তম ম্যাচে আজ শুক্রবার আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৭৩ রান সংগ্রহ করে খুলনা। দলের পক্ষে সর্বাধিক ৬৩ রান করেন জাকির।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এদিন ফরচুন বরিশালের বিপক্ষে ওপেনিংয়ে পরিবর্তন এনেছে খুলনা। এনামুল হক বিজয় ও সাকিব আল হাসানের পরিবর্তে ওপেন করেছেন জাকির হোসেন ও জহুরুল অমি। তবে পরিবর্তন এনেও লাভ হয়নি। জুহুরুলের বিদায়ে ভাঙে ওপেনিং জুটি। এরপর ইমরুল কায়েসকে সঙ্গে করে এগিয়ে যান জাকির।

দ্বিতীয় জুটি দলকে ভালোভাবেই এগিয়ে নেয়। দলীয় ১০৯ রানে এই জুটি ভাঙেন কামরুল ইসলাম রাব্বি। ৩৭ রানে তামিমের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ইমরুল। এরপর জাকিরের প্রতিরোধ ভাঙেন তাসকিন। ১৫.২ ওভারে ফিরে যান জাকির। ৪২ বলে তাঁর ইনিংসটি সাজানো ছিল ১০ বাউন্ডারিতে।

পজিশন পাল্টে চারে ব্যাট করতে নামা সাকিব আজও নিজেকে মেলে ধরতে পারেননি। মাত্র ১৪ রানের মাথায় তাঁকে সাজঘরে পাঠান তানভীর ইসলাম। শেষের দিকে অধিনায়ক মাহমুদউল্লাহর ব্যাটে চড়ে নির্ধারিত ওভারে ১৭৩ রানে থামে খুলনা।

চলমান টি-টোয়েন্টি টুর্নামেন্টে স্বস্তিতে নেই ফরচুন বরিশাল। টানা পরাজয়ের বৃত্তে ঘুরপাক খাচ্ছে তামিম ইকবালের দল। টুর্নামেন্টে চার ম্যাচ খেলে কেবল একটিতে জয়ের মুখ দেখেছে দলটি। দুই পয়েন্ট নিয়ে টেবিলের তলানির দিকে তাদের অবস্থান। তাই খুলনার বিপক্ষে ঘুরে দাঁড়াতে মরিয়া তামিম-তাসকিনরা।

অন্য দিকে এই টুর্নামেন্টের সবচেয়ে তারকাবহুল দল জেমকন খুলনা। তবে এই তারকাঠাসা দল নিয়ে তারাও আশানুরূপ পারফরম্যান্স করতে পারেনি। টুর্নামেন্টে চার ম্যাচ খেলে দুটিতে জিতেছে, দুটিতে হেরেছে।

সংক্ষিপ্ত স্কোর  :  

খুলনা : ২০ ওভারে ১৭৩/৬ (জাকির ৬৩, জুহুরুল ২, ইমরুল ৩৭, সাকিব ১৪, মাহমুদউল্লাহ ২৪, শামীম ৫, আরিফুল ৬, শুভাগত ৫; তাসকিন ৪-০-৪৩-২, আফিফ ২-০-২২-০, রাব্বি ৪-০-৩৩-৩, রাহি ৪-০-৩৩-০, মিরাজ ৪-০-২৫-০, তানভীর ২-০-১৬-১)।