ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল কবে কখন

Looks like you've blocked notifications!
কোপার ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। ছবি: টুইটার

ইউরো চ্যাম্পিয়নশিপের কারণে গ্ল্যামার হারিয়েছিল দক্ষিণ আমেরিকার ফুটবলের সবচেয়ে বড় আসর কোপা আমেরিকা কাপ। তার ওপর করোনার মধ্যে খেলা হচ্ছে দর্শকবিহীন। সবমিলে রঙ হারিয়েছিল টুর্নামেন্টটি। তবে শেষ দিকে এসে জমে উঠেছে আসরটি। ফাইনালে খেলবে দক্ষিণ আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা।  

আগামী ১১ জুলাই মারাকানায় কোপা আমেরিকার ফাইনালে মাঠে নামবে ব্রাজিল-আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়।

গ্রুপ পর্বের শীর্ষ দল হিসেবেই নকআউট পর্বে উঠেছে ব্রাজিল-আর্জেন্টিনা। একই সঙ্গে টুর্নামেন্টে এখনো হারের তেতো স্বাদ পায়নি দুদলই।

কোয়ার্টার ফাইনালে চিলিকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় ব্রাজিল। ম্যাচটিতে চিলিকে ১-০ গোলে হারায় ব্রাজিল। এরপর শেষ চারের ম্যাচে পেরুকে ১-০ গোলে হারিয়ে শিরোপা মঞ্চে উঠেছে ব্রাজিল।

অন্যদিকে কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে সেমিফাইনালের টিকেট পায় আর্জেন্টিনা। আর দ্বিতীয় সেমিফাইনালে টাইব্রেকারে কলম্বিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে ওঠে আর্জেন্টিনা।

ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ গোলের সমতায় শেষ হয়। আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেন লাওতারো মার্তিনেজ। আর কলম্বিয়ার হয়ে একমাত্র গোলটি করেন লুইস দিয়াজ।

ভাগ্য পরীক্ষায় আর্জেন্টিনার জয়ের নায়ক বনে যান গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। টাইব্রেকারে কলম্বিয়ার তিনটি গোল সেভ করে তিনিই মূলত ফাইনালে তোলেন প্রতিযোগিতার ১৪বারের চ্যাম্পিয়নদের।