ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ গোলশূন্য ড্র

Looks like you've blocked notifications!
ব্রাজিল ও আর্জেন্টিনার লড়াই। ছবি : সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে গোলশূন্য ড্র করেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। এই ড্রয়ের পর বিশ্বকাপে আর্জেন্টিনার অংশগ্রহণ নিশ্চিত না হলেও পরে উরুগুয়ে, চিলি ও কলম্বিয়া জিততে না পারায় মেসিদের মূল পর্বে খেলা নিশ্চিত হয়ে গেছে। অবশ্য ব্রাজিলের মূল পর্বে খেলা আগেই নিশ্চিত হয়ে গেছে।

আজ  বুধবার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে শুরু থেকেই ছিল উত্তাপ। আক্রমণ-পাল্টা আক্রমণে কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। ম্যাচে দুই দলই ফাউল করে খেলে। কোনো পক্ষই যথেষ্ট সুযোগ তৈরি করতে পারেনি। তাই, গোলের দেখা পায়নি কোনো দল।

ম্যাচে ফাউল হয়েছে মোট ৪২টি, দুদলই সমান ২১টি করে। বল দখলে আর্জেন্টিনা একটু এগিয়ে থাকলেও আক্রমণে সমানে-সমানে। 

পায়ের চোট কাটিয়ে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি এ ম্যাচে খেলতে নামেন। তবে, ঊরুর ব্যথার কারণে ‘সুপারক্লাসিকোয়’খেলেননি ব্রাজিলীয় তারকা নেইমার।

চোটের কারণে পিএসজির হয়ে শেষ দুই ম্যাচে খেলেননি মেসি। আগের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে পুরো ম্যাচ খেলেননি তিনি। শেষ দিকে অল্প সময়ের বদলি হিসেবে মাঠে নেমেছিলেন। আজ প্রথম একাদশে খেলেছেন এই আর্জেন্টাইন তারকা।

গত সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। সাও পাওলোতে খেলা শুরুর পর স্থানীয় স্বাস্থ্য বিভাগের হস্তক্ষেপে স্থগিত হয়েছিল  ম্যাচটি। সে ম্যাচটি নিয়ে তদন্ত চলছে।

এ দিনের ড্রয়ে ১৩ ম্যাচে ব্রাজিলের  সংগ্রহ ৩৫ পয়েন্ট। সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা।