ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে চমক
টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। করোনার কারণে পঞ্চম টেস্ট থেকে বাদ পড়েছেন নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। তবে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে তিনি খেলবেন।
ক্রিকবাজের খবরে জানা গেছে, গত আইপিএলে দারুণ খেলা আরশদীপ সিংকে ওডিআই দলে ডাকা হয়েছে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করা দীপক হুদাকে টি-টোয়েন্টি স্কোয়াডে রাখা হয়েছে।
প্রথম টি-টোয়েন্টির ভারতীয় দল : রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিশাণ, রুতুরাজ গায়কওয়াড়, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, দীপক হুদা, রাহুল ত্রিপাঠী, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, ভেঙ্কটেশ আইয়ার, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণুই, ভুবনেশ্বর কুমার, হর্ষাল প্যাটেল, আভেশ খান, আরশদীপ সিং ও উমরান মালিক।
দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টির ভারতীয় দল : রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিশাণ, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুদা, শ্রেয়াশ আইয়ার, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), ঋষভ পন্ত (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণুই, জাসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, আভেশ খান, হর্ষাল প্যাটেল ও উমরান মালিক।
হার্দিক পান্ডিয়া গত বছর জুলাইয়ে একটি ওয়ানডে খেলেছিলেন। আয়ারল্যান্ডে ভারতকে নেতৃত্ব দেওয়ার পর প্রত্যাশিতভাবে দলে ফিরেন তিনি। মোহাম্মদ শামি, বুমরাহ ও জাদেজা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোম ওয়ানডে সিরিজ থেকে বিশ্রাম পেয়েছিলেন, তারাও ফিরেছেন। যদিও কেএল রাহুল ইনজুরির কারণে মিস করছেন।
ওয়ানডে সিরিজের ভারতীয় দল : রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, ঈশান কিষাণ, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, জুমরাহ প্যাটেল, প্রসিধ কৃষ্ণা, মোহম্মদ শামি, মোহম্মদ সিরাজ ও আরশদীপ সিং।