‘ভারতে সিরিজ জয় হবে বড় অর্জন’

Looks like you've blocked notifications!

ঘরের মাঠে ভারত খুবই শক্তিশালী দল, তা বলার অপেক্ষা রাখে না। ভারতে খেলতে গিয়ে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো দল গুলোকেও ঘাম ঝরাতে হয়। সেখানে কিনা বাংলাদেশ রীতিমতো চমকে দিয়েছে সবাইকে, চলমান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতকে হারিয়ে দিয়েছে।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক ভারতকে সাত উইকেটে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচের জয়ে বাংলাদেশের সামনে আরো বড় সুযোগ তৈরি হয়েছে। বাকি দুটি ম্যাচের একটিতে জিতলেই প্রথমবার ভারতের মাটিতে সিরিজ জয়ের উল্লাস করবে লাল-সবুজের দল। বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহর মতে, ভারতের মাটিতে সিরিজ জয় হবে বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় অর্জন।

আগামীকাল বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। আজ বুধবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, ‘আমাদের জন্য ভারতের মাটিতে সিরিজ জেতার এটাই অনেক বড় সুযোগ। কারণ আমরা প্রথমবার ভারতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসেছি। যদি আমরা ভালো ক্রিকেট খেলে সিরিজটি জিততে পারি তাহলে এটা আমাদের জন্য অনেক বড় অর্জন হবে।’

সিরিজ জয়ের পরিকল্পনাও ভেবে ফেলেছেন বাংলাদেশ অধিনায়ক, ‘টি-টোয়েন্টিতে আপনি যদি উইকেট বুঝতে পারেন, সে অনুযায়ী বল করতে পারেন—আর ফিল্ড প্লেসিং করতে পারেন তাহলে জেতার ভালো সুযোগ থাকবে। টি-টোয়েন্টি ক্রিকেটই এমন, এখানে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা পরিকল্পনা নিয়ে আপনি এগোলেন এরপর হয়তো সিদ্ধান্ত পরিবর্তন করতে হলো, তা মানিয়ে নেওয়ার সামর্থ্য অনেক বেশি প্রয়োজন।’

মাহমুদউল্লাহ আরো বলেন, ‘ভারতের বোলিং আক্রমণে বৈচিত্র্য আছে। ভালো কিছু স্পিনার ও পেসার আছেন। আমাদের প্রথম বল থেকেই দাপট দেখাতে হবে তাহলে মোমেন্টাম আমাদের দিকে আসবে।’