ভারত শিবিরে আরেকটি দুঃসংবাদ

Looks like you've blocked notifications!
ভারতীয় ক্রিকেটার লোকেশ রাহুল। ছবি : সংগৃহীত

চোটের তালিকা আরো লম্বা হলো ভারতের। অস্ট্রেলিয়া সফরে শেষ দুই টেস্ট থেকে ছিটকে গেছেন ব্যাটসম্যান লোকেশ রাহুল। অনুশীলন করতে গিয়ে কবজিতে চোট পেয়েছেন ভারতীয় এই ব্যাটসম্যান।

প্রথম দুই টেস্টের একাদশে সুযোগ হয়নি রাহুলের। কিন্তু সিডনিতে হতে যাওয়া তৃতীয় টেস্টের একাদশে বিবেচনায় ছিলেন তিনি। মায়াঙ্ক আগারওয়ালের বিপরীতে সুযোগ মিলতে পারত তাঁর। কিন্তু সেটা আর হচ্ছে না। চোট পেয়ে সেই আশা শেষ হয়ে গেল রাহুলের।

নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে রাহুলের বাদ পড়ার খবরটি নিশ্চিত করেছে বিসিসিআই।

ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, সেরে উঠতে তিন সপ্তাহ লাগতে পারে রাহুলের। দেশে ফিরে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে পুনর্বাসন চালাবেন রাহুল।

অস্ট্রেলিয়া সফরে একের পর এক চোটে পড়ছেন ভারতীয় ক্রিকেটাররা। এর আগে সফরের আগে ইনজুরিতে ছিটকে যান ইশান্ত শর্মা। এরপর ছিটকে যান মোহাম্মদ শামি। তারপর চোটের তালিকায় যোগ হয় উমেশ যাদবের নাম। এবার যোগ হলেন রাহুল।

চার ম্যাচ সিরিজের প্রথমটিতে অ্যাডিলেডে ভারতকে আট উইকেটের বিশাল ব্যবধানে হারায় অস্ট্রেলিয়া। এরপর ঘুরে দাঁড়িয়ে বক্সিং ডে টেস্টে জিতে ১-১ সমতায় ফিরেছে ভারত। আগামী ৭ জানুয়ারি শুরু হবে তৃতীয় টেস্ট।