বাংলাদেশ গেমস

ভারোত্তোলনে মোল্লা সাবিরার সাফল্য

Looks like you've blocked notifications!
বাংলাদেশ আনসারের মোল্লা সাবিরা। ছবি : সংগৃহীত

ময়মনসিংহে শুরু হয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস ভারোত্তোলন প্রতিযোগিতা। প্রতিযোগিতার উদ্বোধনী পর্বে মেয়েদের ইভেন্টে বাংলাদেশ আনসারের মোল্লা সাবিরা প্রথম হয়েছেন। সেনাবাহিনীর হামিশা পারভীন দ্বিতীয় ও বাংলাদেশ জেলের মনিকা রায় তৃতীয় হন।

আজ সোমবার থেকে ৯ এপ্রিল পর্যন্ত ময়মনসিংহ জেলা জিমনিসিয়ামে এ প্রতিযোগিতা চলবে।

প্রতিযোগিতায় ২০টি ইভেন্টে ১১২ জন পুরুষ ও নারী অংশ নিচ্ছেন। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য বিধি মেনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

আজ সকাল সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. কামরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদশ ভারোত্তোলন ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল মো. নজরুল ইসলাম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. এনামুল হক, নেত্রকোণা জেলা আনসার ভিডিপির পরিচালক জিয়াউল হাসান, জাতীয় কোচ ফারুক আহমেদ কাজল, বিভাগীয় ক্রীড়া বিভাগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান, ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন শাহীন।