ভালো আছেন সৌরভ, কাল বাড়ি ফিরতে পারেন

Looks like you've blocked notifications!
আগামীকাল রোববার হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন সৌরভ গাঙ্গুলী। ছবি : সংগৃহীত

চলতি মাসের শুরুর দিকে একবার হার্ট অ্যাটাক হয়েছিল ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীর। সুস্থ হয়ে তিনি বাড়িতেও ফিরে ছিলেন। সম্প্রতি আবার বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। নতুন করে আরো দুটি স্টেন্ট বসানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়েছে, ভালো আছেন সৌরভ। ঠিকমতো খাওয়া-দাওয়া করছেন। আগের চেয়ে অনেকটাই সুস্থ বোধ করছেন তিনি। তাই আগামীকাল রোববার হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন তিনি।

এ ব্যাপারে সৌরভের অন্যতম চিকিৎসক সপ্তর্ষি বসু বলেন, ‘সৌরভের শারীরিক অবস্থা বেশ ভালো। তাই রোববার সকালে তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে।’

ভারতীয় এই চিকিৎসক আরো বলেন, ‘গত কয়েক বছর সৌরভ পরিমিত খাওয়া দাওয়া করেন। প্রতিদিন নিয়মিত জিম করেন। তারপরও এ রকম হওয়াটা দুর্ভাগ্যজনক। অবশ্য এখন চিন্তার কোনো কারণ নেই। কয়েক দিন বিশ্রামের পরই উনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন।’

গত মঙ্গলবার রাত থেকেই বুকে ব্যথা অনুভব করেন বিসিসিআই সভাপতি। এরপর গত বুধবার দুপুরে ব্যথা বাড়লে কোনো ঝুঁকি না নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে গত ৩ জানুয়ারি অসুস্থ হয়ে পড়েছিলেন বিসিসিআই সৌরভ। তখন তাঁর বুকে দুটি স্টেন্ট বসানো হয়েছিল। তারপর ৭ জানুয়ারি সুস্থ হয়ে বাড়ি ফেরেছিলেন তিনি।