ভুটানের পর আজ মালদ্বীপ, টিকে থাকবে তো বাংলাদেশ?

Looks like you've blocked notifications!
ভুটানের বিপক্ষে এসএ গেমসের প্রথম ম্যাচে বাংলাদেশ। হেরেই যাত্রা শুরু করেছে জেমি ডের শিষ্যরা। ছবি : সংগৃহীত

স্বর্ণপদক জয়ের আশায় চলমান এসএ গেমস ফুটবলে অংশ নিয়েছে বাংলাদেশ। কিন্তু আসরের শুরুতেই হোঁচট খেয়েছে লাল-সবুজের দল। আসরে নিজেদের প্রথম ম্যাচে গতকাল সোমবার অপেক্ষাকৃত দুর্বল দল ভুটানের কাছে ১-০ গোলে হেরে যাত্রা শুরু করেছেন জামাল ভূঁইয়ারা।

২৬ ঘণ্টার ব্যবধানে আজ মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচে আবারও মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল। প্রতিপক্ষ মালদ্বীপ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সোয়া ৫টায়।

আসরে টিকে থাকতে হলে মালদ্বীপের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই। রাউন্ড রবিন লিগ টুর্নামেন্টে ফাইনালে উঠতে আজ জিততেই হবে জামাল-রবিউলদের। কারণ, প্রথম ম্যাচে হারায় ফাইনালে ওঠার সমীকরণ অনেকটাই কঠিন হয়ে পড়েছে বাংলাদেশের। হারলে শেষ ম্যাচটি জয়ের সঙ্গে মেলাতে হবে নানা সমীকরণ। তাই হারের দিকে না তাকিয়ে ফাইনালে উঠতে ম্যাচটিকেই পাখির চোখ মানছেন জেমি ডের শিষ্যরা।

সাফ গেমসে দুবার স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ। ১৯৯৯ সালে প্রথম ও ২০১০ সালে দ্বিতীয়বার সোনালি সাফল্য পায় তারা।

গতবার ভারতে অনুষ্ঠিত আসরে বাংলাদেশ ফুটবল দল ব্রোঞ্জপদক জিতেছিল। এবার স্বর্ণপদক ফিরে পাওয়ার মিশনের শুরুতেই ধাক্কা খেল দল। হেরে গেল ভুটানের কাছে। গেমসের ইতিহাসে ভুটানের কাছে এটাই বাংলাদেশের প্রথম হার।