মরা ম্যাচে প্রাণ ফেরাল পাকিস্তান

Looks like you've blocked notifications!
বাংলাদেশ ও পাকিস্তানের লড়াই। ছবি : সংগৃহীত

বৃষ্টির জন্য প্রথম দিনের বেশ কিছু সময় নষ্ট হয়। দ্বিতীয় দিনে খেলা হয় মাত্র ৬.২ ওভার। তৃতীয় দিনের খেলা পুরোপুরি ভেস্তে যায়। চতুর্থ দিন চমকপ্রদ মোড় নেয় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্ট।

চতুর্থ দিনের খেলা শুরুর আগে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ২ উইকেটের বিনিময়ে ১৮৮ রান তুলেছিল। এর পর পাল্টে যায় মাচের চিত্র। বাবর আজমরা শেষ পর্যন্ত ৪ উইকেটে ৩০০ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে।

বাবর ১২৬ বলে ৭৬ রান করেন। আজহার আলী ৫৬ রান করে সাজঘরে ফেরেন। ফাওয়াদ আলম ৫০ ও মোহাম্মদ রিজওয়ান ৫৩ রান করে অপরাজিত থাকেন। তাইজুল ২টি উইকেট নেন। একটি করে উইকেট পান এবাদত ও খালেদ।

জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বিপর্যয়ের মুখে পড়ে। আলোর স্বল্পতার কারণে নির্ধারিত সময়ের অনেক আগেই চতুর্থ দিনের খেলা শেষ হয়।  বাংলাদেশ প্রথম ইনিংসে ২৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ৭৬ রান করে। নাজমুল করেন ৩০ রান। সাত নম্বরে ব্যাট করতে নেমে সাকিব আল হাসান অপরাজিত রয়েছেন ২৩ রান করে।

সাজিদ খান এদিন একাই নিয়েছেন ৬টি উইকেট। তিনি ১২ ওভার বল করে ৩৫ রান খরচ করেছেন। রানআউট হয়েছেন মুমিনুল (১)।

প্রথম ইনিংসে বাংলাদেশ ২২৪ রানে পিছিয়ে আছে। বাংলাদেশকে ফলোঅন করাতে পারলে পাকিস্তানের জয়ের পথ খুলে যেতে পারে।