মাঠে ঢুকেই হাসান বললেন ‘ওয়াও’
জিম্বাবুয়ের বিপক্ষে গতকাল বুধবার অভিষেক হয়ে গেল তরুণ পেসার হাসান মাহমুদের। ‘হোম অব ক্রিকেট’ শেরেবাংলায় হাজারো দর্শকের সামনে দেশের জার্সিতে প্রথম নামলেন তরুণ এই মুখ। এত দর্শকের সামনে কিছুটা অবাকই হলেন হাসান। মাঠে নেমেই চারপাশের লোকসমাগম ও পরিবেশ দেখে বললেন, ‘ওয়াও।’
মাহমুদউল্লাহর নেতৃত্বেই বুধবার আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেয়েছেন হাসান। তাই তো ম্যাচ শেষে হাসানকে নিয়ে নিজের অনুভূতির কথা শোনালেন অধিনায়ক মাহমুদউল্লাহ।
জয়ের পর সংবাদ সম্মেলনে অধিনায়ক মাহমুদউল্লাহ বলেন, “হাসান মাহমুদ যখন প্রথম মাঠে ঢোকে, সে বলছিল, ‘ওয়াও।’ খুব মজার একটা ছেলে। চ্যালেঞ্জটা খুব উপভোগ করছিল ও। আমি যখন ওর সঙ্গে কথা বলছিলাম মাঠে, সে খুব চাপহীন ছিল। এটা দেখে ভালো লেগেছে। আমার যখন অভিষেক হয়েছিল, আমার মধ্যে একটা ভয় কাজ করছিল। হাসান সেটা খুব ভালোভাবে সামলেছে। একটা দেখতে ভালো লেগেছে।”
হাসানের যেমন ছিল অভিষেক ম্যাচ, অন্যদিকে জিম্বাবুয়ের বিপক্ষে স্বপ্নের মতো সিরিজ পার করেছেন লিটন দাস। টেস্টের পর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও আলো ছড়িয়েছেন এই তারকা ব্যাটসম্যান। ওয়ানডেতে দুই সেঞ্চুরি হাঁকিয়ে হয়েছেন সিরিজসেরা, টি-টোয়েন্টিতেও সিরিজসেরার পুরস্কার উঠেছে তাঁর হাতে। সব মিলিয়ে লিটন ছুটছেন দারুণ ছন্দে।
গতকাল লিটনের ব্যাটেই জিম্বাবুয়েকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। ৫৯ রানের অপরাজিত ইনিংস খেলেন লিটন। এমন পারফরম্যান্সের পর লিটনকে প্রশংসায় ভাসালেন অধিনায়ক মাহমুদউল্লাহ। লিটনের ব্যাটিং মুগ্ধ করেছে অধিনায়ককে। তাই তো ডানহাতি ব্যাটসম্যানকে বিশ্বমানের বলে আখ্যা দিলেন তিনি।
ম্যাচপরবর্তী সম্মেলনে লিটনের ব্যাটিং নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘আমি যত দিন ধরে লিটনকে চিনি, ওকে আমার বিশ্বমানের ব্যাটসম্যান মনে হয়। এমন নয় যে এই সিরিজে রান করেছে বলে আমি এটা বলছি। সে আসলেই বিশ্বমানের ব্যাটসম্যান। ও খুব সাবলীলভাবে ব্যাট করে। নির্ভার থাকে। ইনিংসের প্রথম বল থেকেই এমন ব্যাট করে। আমি আশা করছি, সামনের দিনেও এমন ধারাবাহিকতা রাখবে।’