মাঠে ধূমপান করে যে শাস্তি পেলেন আফগান তারকা

Looks like you've blocked notifications!
মাঠে ধূমপান করে শাস্তি পেলেন আফগান তারকা মোহাম্মদ শাহজাদ। ছবি : সংগৃহীত

ক্রিকেট মাঠে ধূমপান করে বিতর্কের জন্ম দিয়েছেন মিনিস্টার গ্রুপ ঢাকার আফগান তারকা মোহাম্মদ শাহজাদ। এই বিতর্কের জেরে শাস্তি পাওয়া অনুমিতই ছিল আফগান তারকার। শেষ পর্যন্ত বড় শাস্তি না হলেও আফগান ওপেনারের নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

সেই সঙ্গে আচরণবিধি ভাঙার দায়ে শাহজাদকে সতর্ক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, শাহজাদের কার্যক্রম বোর্ডের আচরণ বিধির ২.২০ নম্বর ধারা ভঙ্গ করেছে। আফগান তারকা ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুলের দেওয়া শাস্তি স্বীকার করে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

গতকাল শুক্রবার সিলেট সানরাইজার্স ও ফরচুন বরিশালের ম্যাচের পর মিনিস্টার  গ্রুপ ঢাকা ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের ম্যাচও বৃষ্টির বাগড়ায় পড়ে। বৃষ্টির এক ফাঁকেই মাঠের মধ্যে ধূমপান করে বিতর্কের জন্ম দেন শাহজাদ। সে সময় তাঁর পাশে ছিলেন দুই স্বদেশি ক্রিকেটার। একজন ফজল হক ফারুকি, আরেকজন করিম জানাত।

সতীর্থের সামনে নিজের জ্যাকেটের পকেট থেকে ভেপ বা ই-সিগারেট বের করে মাঠে প্রকাশ্যে ধূমপান করেন শাহজাদ। ওই মুহূর্তটি দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং আলোচনায় জন্ম দেয়।